এস এম নূর মোহাম্মদ : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি পদের উপ-নির্বাচনে ভোটগ্রহণ আজ। জাতীয় প্রেসক্লাবসহ সারাদেশের মোট ১০টি অঙ্গ-ইউনিয়নে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মনজুরুল আহসান বুলবুল, অশোক চৌধুরী ও আবদুল জলিল ভুঁইয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে, নির্বাচন স্থগিত করে চট্টগ্রামের এক আদালতের দেওয়া আদেশ তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের শুনানি নিয়ে গতকাল বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের বেঞ্চ এ স্থগিতাদেশ দেন। এছাড়া নির্বাচন স্থগিতের আদেশ কেন বাতিল ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত। এ আদেশের ফলে চট্টগ্রামের অঙ্গ-ইউনিয়নেও ভোটগ্রহণ হবে।
আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্রনাথ বিশ্বাস। কক্সবাজারের দুই সাংবাদিকের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৪ জুলাই চট্টগ্রাম প্রথম শ্রম আদালতের চেয়ারম্যান আজকের নির্বাচনের উপর স্থগিতাদেশ দিয়েছিলেন। এর বিরুদ্ধে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আবু তাহের হাইকোর্টে রিট আবেদন করলে গতকাল ওই আদেশ দেওয়া হয়।
প্রসঙ্গত, গত বছরের ২৮ নভেম্বর অনুষ্ঠিত বিএফইউজে’র নির্বাচনে সভাপতি নির্বাচিত হন আলতাফ মাহমুদ। তিনি গত ২৪ জানুয়ারি মারা যাওয়ায় পদটি শূন্য হয়। যার ফলে এ উপ-নির্বাচন হচ্ছে।