মমিনুল ইসলাম : ১৫ জুলাই অভ্যুত্থান প্রচেষ্টায় ব্যবহৃত সামরিক ঘাঁটি বন্ধ করার ঘোষণা দিয়েছে তুরস্ক। আঙ্কারার এ বিমানঘাঁটিকে শহীদদের জন্য স্মৃতিরক্ষার স্থানে রূপান্তর করার কথা জানিয়েছেন তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম।
শুক্রবার কাজান জেলার ওই বিমানঘাঁটির নিকটে এক সমাবেশে বক্তব্য রাখেন বিনালি ইলদিরিম। এসময় তিনি বলেন, ‘অভ্যুত্থান চক্রান্তকারীদের ব্যবহার করা আকিনকি সামরিক ঘাঁটি বন্ধ করা হবে।’
ইলদিরিম বলেন, ঘাঁটিটি আমাদের শহীদদের স্মৃতিরক্ষার স্থানে রূপান্তর করা হবে। আমরা আঙ্কারা ও ইস্তাম্বুলের সব ব্যারাক বন্ধ করছি। যেখান থেকে অভ্যুত্থানের ট্যাঙ্ক ও হেলিকপ্টার পাঠানো হয়েছিল।
অভ্যুত্থান প্রচেষ্টার মূলহোতা হিসেবে অভিযুক্ত যুক্তরাষ্ট্রভিত্তিক প্রচারক ফেতুল্লা গুলেনকে তুরস্কে ফিরিয়ে আনার অঙ্গীকার ব্যক্ত করেন তুর্কি প্রধানমন্ত্রী। গুলেন ১৯৯৯ সাল থেকে পেনসিলভেনিয়ায় বসবাস করছেন। সূত্র : আনাদোলু