অভি মঈনুদ্দীন : চলচ্চিত্রাভিনেতা সোহেল রানা সাধারণত টিভি নাটকে অভিনয় করেন না। কিন্তু গল্প ভালো হলে তিনি চেষ্টা করেন অভিনয় করার। ঠিক তেমনি একটি ভালো গল্পের নাটকে আবারো অভিনয় করেছেন সোহেল রানা। এটিএন বাংলার জন্য নির্মিত মেগাধারাবাহিক নাটক ‘সিআইডি’তে অভিনয় করেছেন তিনি। শফিকুল ইসলাম পরিচালিত এই ধারাবাহিকে সোহেল রানাকে ডিআইজি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে সোহেল রানা বলেন,‘ আমিতো সাধারণত নাটকে অভিনয় করিই না। যদি গল্প ভালো হয় তাহলে অভিনয় করি। এখন প্রায়ই শুনি যে বাজেটেরও নাকি সমস্যা চলছে। যদি তাই হয় তাহলে নাটকের মান খারাপ হওয়াটাও স্বাভাবিক। নাটকের মান বৃদ্ধি করতে হলে বাজেটও বাড়াতে হবে। যাইহোক যারা আমাকে নিয়ে আগ্রহী হয়েছেন তাদের কারণেই এই নাটকটিতে অভিনয় করেছি। আমি ডিআইজি চরিত্রে অভিনয় করেছি। বেশ ভালোলেগেছে। আশাকরি ভালোলাগবে কাজটি।’ সোহেল রানা জানান শিগগিরই নাটকটি এটিএন বাংলায় প্রচারে আসবে। এদিকে সোহেল রানা সর্বশেষ কবরীর নির্দেশনায় একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছিলেন। সেটি এখনো প্রচারে আসেনি। আপাতত চলচ্চিত্র প্রযোজনা বা নির্মাণ থেকে দূরে আছেন সোহেল রানা। তবে এখনো চলচ্চিত্রে ভালো চরিত্রে অভিনয় করার সুযোগ পেলে তিনি অভিনয় করেন।