দীপক চৌধুরী : বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম ফরীদ উদ্দীন মাসঊদ বলেছেন, বিভ্রান্তির শিকার তারুণ্যের বিরদ্ধে মানবিক আদর্শ দিয়ে জঙ্গিবাদ রুখতে হবে। বাংলাদেশ জমিয়তুল উলামা ঘোষিত জঙ্গিবাদ প্রতিরোধ দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় গতকাল শুক্রবার তিনি এ কথা বলেন। এতে জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আবদুর রহীম কাসেমী সভাপতিত্ব করেন।
মাসঊদ বলেন, তারুণ্যের চিন্তাগত মনস্তাত্ত্বিক বৈকল্য, বিকারগ্রস্ততা ও বিভ্রম দূর করতে কেবল জঙ্গিবাদবিরোধী আওয়াজ তোলাই যথেষ্ট নয়। এ তরুদের বিকারগ্রস্ত হওয়ার কারণ উদ্ঘাটন করতে না পারলে জঙ্গিবাদ দমন সম্ভব নয়।
জঙ্গিবাদ প্রতিরোধে কিছু কিছু সাফল্যে আত্ম প্রবঞ্চনায় না পড়ার আহ্বান জানিয়ে মাসঊদ বলেন, অতীতে বাংলা ভাই ও শায়খ আবদুর রহমানসহ জেএমবি সদস্যদের দমনের মাধ্যমে আত্মতৃপ্তি দেখানোটা ছিল ভুল।
বাংলা ভাই ও তার দোসরদের ফাঁসি দিয়েও জঙ্গিবাদ প্রতিরোধ সম্ভব হয়নি উল্লেখ করে তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি অনুরোধ জানান, তারা যেন জঙ্গিবাদ প্রসঙ্গটা রোমাঞ্চকরভাবে উপস্থাপন না করে।
নিজামীদের করা সিলেবাস নিয়ে এখনো অধিকাংশ মাদরাসা চলছে উল্লেখ করে মাসঊদ শিক্ষামন্ত্রী ও তৎসংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তিদের আলিয়া মাদরাসার সিলেবাস নিয়ে ভাবার জন্য অনুরোধ জানান।
প্রাইভেট বিশ^বিদ্যালয়ের শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, শিক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শুধু বৈঠক করলেই চলবে না, শিক্ষার সর্বক্ষেত্রে জঙ্গিবাদ প্রতিরোধমূলক বিষয় সিলেবাসভুক্ত করতে হবে। উদার, মানবিক ও প্রেমের ধর্ম ইসলামের নামে যেহেতু জঙ্গিবাদ ছড়িয়ে দেওয়া হচ্ছেÑ তাই ইসলামের প্রকৃত শিক্ষা শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেনÑ সার্কিট হাউস মসজিদের খতীব আল্লামা আরীফ উদ্দীন মারুফ, বাইতুল মারুফ রামপুরার খতীব আল্লামা ইয়াহইয়া মাহমূদ, মাওলানা দেলোয়ার হোসাইন সাইফী, মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী, ঢাবি শিক্ষক মাওলানা হোসাইনুল বান্না, মাওলানা সদরুদ্দীন মাকনুন প্রমুখ। সম্পাদনা : সুমন ইসলাম