ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) উপনির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বিএফইউজের সাবেক সভাপতি ও একুশে টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মনজুরুল আহসান বুলবুল। বাংলানিউজ
তিনি ভোট পেয়েছন ১০৬৫। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বৈশাখী টেলিভিশনের হেড অব নিউজ অশোক চৌধুরী পেয়েছেন ৯৬২ ভোট।
মনজুরুল আহসান বুলবুল ১০৩ ভোটের ব্যবধানে সভাপতি নির্বাচিত হন। এছাড়া ২৭৪ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন বিএফইউজের সাবেক মহাসচিব ও ডেইলি স্টারের সিটি এডিটর আবদুল জলিল ভূঁইয়া। ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার সাংবাদিক আবু তাহের।
গত বছর ২০১৫ সালের ২৭ নভেম্বর বিএফইউজের দুই বছরমেয়াদি কমিটিতে সভাপতি পদে আলতাফ মাহমুদ নির্বাচিত হন। এরপর গত ২৪ জানুয়ারি তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এতে সংগঠনটির সভাপতি পদ শূন্য হয়ে যায়। সম্পাদনা : পরাগ মাঝি