ইয়াছিন রানা : গতকাল রাজধানীর গুলশানের স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজানে জঙ্গিহামলার এক মাস পূর্ণ হলো। এ উপলক্ষে গতকাল সোমবার ঢাকাসহ সারা দেশে জঙ্গিবাদের বিরুদ্ধে জনসচেতনায় মানববন্ধন হলেও আর্টিজান রেস্তোরাঁয় নিহতদের স্মরণে মাত্র একটি ফুলের তোড়া উৎসর্গ হয়েছে।
সারাদিন ৭৯ নম্বর রোডে উৎসুক কাউকে না দেখা গেলেও দিন শেষে বিকালে সাদা ফুল দিয়ে তৈরি তোড়াটি নিয়ে আসেন নিহতের এক বন্ধুর গাড়িচালক তোফাজ্জল হোসেন। তোফাজ্জল জানান, আমার মালিক মিনহাজ ফয়সাল তার বন্ধু সাদিয়ার স্মরণে ফুলের তোড়াটি পাঠিয়েছেন।
এদিকে গুলশানের ৭৯ নম্বর রোডের নিরাপত্তা আগের মতই বজায় রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। নিয়মিত দুই শিফটে ডিউটি করছেন তারা। রাতে এ রোডের প্রত্যেকটি বাসার নিচে থাকার ব্যবস্থা রয়েছে পুলিশের জন্য। তাই বাড়ির বাসিন্দাদের মধ্যে এখন আর ভয় কাজ করে না বলে জানান এ রোডের একটি বাসার কাজের বুয়া রেহেনা। রেহেনা বলেন, এখন আর ভয় লাগে না। কারণ পুলিশ তো আমাদের সাথেই থাকে। এছাড়া এ রোডের ১৮ নম্বর বাসায় একটি নতুন ভাড়াটিয়া উঠেছেন।
নিরাপত্তার ব্যাপারে কর্তব্যরত পুলিশের এসআই মেজবাহ বলেন, এখানকার বাড়িগুলোর নিরাপত্তা ঠিক আগের মতই বজায় রয়েছে। যারা এখানের বাড়িতে আসেন তাদের চেক করে ভিতরে ঢুকতে হয়। আর্টিজান রেস্তোরাঁ সম্পর্কে তিনি বলেন, এখন পর্যন্ত বাইরের কাউকে রেস্তোরাঁর ভিতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়নি। এছাড়া রেস্তোরাঁর ভিতরে হামলার পর প্রত্যেকটি যেভাবে ছিল এখনো ঠিক সেভাবে রয়েছে বলে জানা যায়। সম্পাদনা : সৈয়দ নূর-ই-আলম