শাহানুজ্জামান টিটু : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেছেন, ‘আমরা যে যেই অবস্থানে থাকি না কেন, গণতন্ত্রের জন্য একটি স্বাভাবিক নির্বাচন জরুরি। ৪৪ বছর পর আমরা সরকারের মেয়াদ শেষে পরির্বতনটা কিভাবে করব, এটা নিয়ে একটা যুক্তির জায়গায় আসা দরকার। তিনি জাতীয় নিবার্চনের কথা বলে আলোচনার সূত্রপাত করেছেন, এখন এটাকে এগিয়ে নেওয়ার দায়িত্বও তার।’ গতকাল সোমবার সকালে আমাদের অর্থনীতি কার্যালয়ে বৈঠক অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শামসুজ্জামান বলেন, ‘জাতীয় নির্বাচন প্রয়োজন- এই প্রশ্নে প্রধানমন্ত্রী যে দৃষ্টিভঙ্গি নিয়েই কথা বলুন না কেন, এজন্য তাকে ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রী নির্বাচনের কথাটা অনুভব করেছেন। আমরা গত দুই-আড়াই বছর ধরে বলে আসছি যে, দেশে একটা নির্বাচন হওয়া দরকার। দেরিতে হলেও তিনি এটা বুঝতে পেরেছেন। কারণ, তিনি যেভাবে নিবার্চন করে ক্ষমতায় এসেছেন, তাতে সমস্যার সমাধান হয়নি বরং সমস্যা বেড়েছে।’
বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, এই সমস্যা কমানোর জন্যে তিনি (প্রধানমন্ত্রী) নিজেই বলেছেন, “আমি তো চেয়েছিলাম, বিএনপি সেখানে সাড়া দেয়নি।’ প্রধানমন্ত্রী নিজেই বলেছেন, ‘আলোচনার করার দরকার ছিল।’ বিএনপি যাতে এগিয়ে যায়, এই উদ্যোগটা তাকেই নিতে হবে। নির্বাচনকে সবার কাছে গ্রহণযোগ্য করতে, সুষ্ঠু ও স্বাভাবিক করতে বিএনপিসহ সব রাজনৈতিক দলকে আহ্বান বা আমন্ত্রণ জানান।” সম্পাদনা : সুমন ইসলাম