কিরণ সেখ : ‘খালেদা জিয়ার চেয়ে কি শেখ হাসিনা বেশি সুন্দরী? এমন প্রশ্ন রেখেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু। গতকাল সোমবার আমাদের অর্থনীতির বৈঠকে এক প্রশ্নের জবাবে তিনি এ প্রশ্ন রাখেন।
শামসুজ্জামান দুদু বলেন, সরকারের মেয়াদ শেষ হওয়ার পর আমরা জনগণের কাছে ভোট চাইতে যাই। তবে সেই ভোট শেষ হয়ে গেছে। কারণ, আমরা পরস্পরকে বিশ্বাস করি না। আর যদি পরস্পরকে বিশ্বাস করতাম, তাহলে তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্ন আসতো না।
তবে এখানে প্রশ্ন থেকে যায়, বেগম জিয়া যতই গণঅভ্যুত্থান ও নির্বাচনের মধ্যদিয়ে ক্ষমতায় আসুক না কেন, তার অধীনে কোনো দেশের কোনো রাজনৈতিক দলই নির্বাচন করতে চায়নি। তবে প্রকৃতিগতভাবে বেগম জিয়া সুন্দরী। আমার নেত্রী বলে বলছি না। আল্লাহ একজন নারীকে যতটুকু সৌন্দর্য দিতে পারেন, তার সবটুকুই বিএনপি চেয়ারপারসনকে দিয়েছেন। এই সুন্দরী নারীকেও তারা মানতে চাইলেন না। বেগম জিয়াকে না মানলে, আমাদের কেন শেখ হাসিনাকে মানতে হবে? যুক্তি কী? শেখ হাসিনা কি বেগম জিয়ার চেয়েও বেশি সুন্দরী? সম্পাদনা: এম আলম