• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

প্রথম পাতা

‘বিএনপিকে ভারত বিরোধী ভাবার কারণ নেই’

প্রকাশের সময় : August 2, 2016, 12:48 am

আপডেট সময় : August 2, 2016 at 12:48 am

শাহানুজ্জামান টিটু : বিএনপি ভারতবিরোধী নয়, বরং বাংলাদেশের স্বার্থবিরোধী যে ভারতীয় সরকার, আমরা সে সরকারের বিরুদ্ধেÑ এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ভারতের জনগণের সঙ্গে বিএনপি সব সময় ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে।

গতকাল সোমবার সকালে দৈনিক আমাদের অর্থনীতি কার্যালয়ে বৈঠক অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, আমাদের পদ্মা, মেঘনা ও যমুনার পানি প্রয়োজন। এই পানির কথা যখন বলব, ভারত এটা সহজভাবে নেবে না। সীমান্তে যখন আমাদের লোকগুলোকে মেরে ফেলা হয়, এটার প্রতিবাদ করলে তারা এটা সহজভাবে নেয় না। ভারতের জনগণ যেমন আছে, সেখানে আমলা আছে, স্বার্থান্বেষী ব্যবসায়ীও আছে। একই নীতিতে সবকিছু মাপা ঠিক হবে না। সুতরাং বিএনপি ভারতবিরোধী, এটা ভাবার কোনো কারণ নেই।

তিনি বলেন, আওয়ামী লীগ যে রাজনীতিটা করবে, প্রোপাগা-া চালাবে, সেই প্রোপাগা-াটা তাদের মতো করেই তারা চালাবে। বিএনপি যদি ভারতবিরোধী হয়, তাহলে বিরোধীদলের নেতা হিসেবে খালেদা জিয়াকে ভারত সরকার আমন্ত্রণ জানিয়েছে কেন। সে সময় তো ভারতে কংগ্রেস সরকার ছিল। আওয়ামী লীগ কিন্তু খালেদা জিয়ার ওই সফরে সে সময় খুশি হতে পারেনি। আমরা যদি ভারতবিদ্বেষী হই, তাহলে আমরা ভারতে যাব কেন, আর কেনই বা তাদের বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলে আমাদের প্রতিনিধিদল সেখানে যায়।

বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা বলেন, রাজনীতিতে কিছু বিষয় থাকে যে, ভারতবিরোধী প্রোপাগা-া বিএনপির রাজনীতির কতটা পক্ষে বা বিপক্ষে আসবে। নির্বাচনেই প্রমাণ হবে, বিএনপির প্রোপাগা-াটা সফল না ব্যর্থ। নির্বাচন না হলে এটা তো প্রমাণ করা যাবে না। খালেদা জিয়ার নেতৃত্বে তিনবার বিএনপি সরকার গঠন করেছে। জনগণ বিএনপিকে ফেলে দেয়নি। কৌশলগত রাজনীতিতে কংগ্রেস তার দৃষ্টিভঙ্গি অনুযায়ী চলেছে এবং বর্তমান মোদি সরকার তার দৃষ্টিভঙ্গিতে চলছে। তারা কিন্তু আমার দেশে পানি দেবে না। আমার রাস্তা তারা ব্যবহার করবে, আমার দেশে তারা ব্যবসা-বাণিজ্য বাড়াবে। এটা আমি মনে করি না, এ সরকার স্ট্র্যাটেজিকালি রং। সে তো চাইবে। আমি আমার দেশের স্বার্থকে সংরক্ষিত করতে পারছি কিনা, সেটাই বিষয়।

দুদু বলেন, সরকার পানি আনতে পারছে না। ব্যবসায়িক ঘাটতি অভাবনীয়, সীমান্তে মানুষকে রক্ষা করতে পারছে না। এসব বিষয়ে পদক্ষেপ নেওয়ার দায়িত্ব আমাদের সরকারের। সেক্ষেত্রে আমি মনে করি, বিএনপির স্ট্র্যাটেজি সঠিক।

ভারত সাম্প্রদায়িক একটা দলের কব্জায়, এমন মন্তব্য করে বিএনপির এ নেতা বলেন, আমরা আমাদের সংবিধান থেকে বিসমিল্লাহ উঠিয়ে দিয়ে ধর্মনিরপেক্ষতার দিকে গেছি। আর বিজেপি ৭০/৮০ বছরে ধর্মভিত্তিক রাজনীতিতে ঢুকে পড়েছে। ইন্ডিয়াকে হিন্দু জামায়াত শাসন করছে। আর আমরা যদি উল্টাটা বলি, আমরা পাকিস্তান ভেঙে ধর্মনিরপেক্ষতার দিকে এসেছি। আমরা ইন্ডিয়ার ভোট ও রাজনীতি থেকে পিছিয়ে থাকতে পারি কিন্তু দৃষ্টিভঙ্গির দিক থেকে তাদের চেয়ে আমরা অনেক এগিয়ে আছি। সম্পাদনা : এম আলম

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)