
শোকাবহ আগস্টের প্রথম দিন পালিত জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা
দীপক চৌধুরী : বুকে শোকের প্রতীক কালো ব্যাজ ধারণ, শোক র্যালি, টুঙ্গিপাড়ায় জাতির পিতার কবর ও বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে তার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদনসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শোকাবহ আগস্টের প্রথম দিন পালিত হলো। এছাড়াও বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল, আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী, স্বেচ্ছায় রক্তদান, সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শোকের মাস আগস্ট মাসজুড়ে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে নানা আনুষ্ঠানিকতায় স্মরণ করবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ঘৃণা, ধিক্কার জানাবে বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংসভাবে হত্যাকারীদেরÑ যাদের কারণে একাত্তরের পরাজিত শত্রুরা আবার রাজনৈতিক অপতৎপরতা শুরু করা ও সংগঠিত হওয়ার সুযোগ পেয়েছিল, গণতন্ত্রকে হত্যা করে সামরিকতন্ত্র এসেছিল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট নৃশংসভাবে সপরিবারে হত্যা করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
আগস্ট মাসেই ঘটে জাতির ইতিহাসের আরও একটি নৃশংস ও বিয়োগান্তক ঘটনা। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশে চালানো হয় ইতিহাসের জঘন্য বর্বর ভয়াবহতম গ্রেনেড হামলা।
শোকের মাস আগস্টের প্রথম প্রহরে জাতি শ্রদ্ধা জানিয়েছে শহীদ বঙ্গবন্ধু পরিবারকে। রোববার মধ্যরাত তথা রাত ১২টা ১ মিনিটে মোমবাতি প্রজ্বলন, আলোর মিছিল, শপথ গ্রহণ ও জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে বিভিন্ন দল ও সংগঠন শোকের মাসব্যাপী কর্মসূচি শুরু করেছে।
বিভিন্ন দল ও সংগঠন শোকের মাসের প্রথম দিনে সোমবার দেশজুড়ে নানা কর্মসূচি পালন করেছে। সারাদেশে বিভিন্ন জায়গায় মানুষ বুকে শোকের প্রতীক কালো ব্যাজ ধারণ করে। শোক র্যালি, টুঙ্গিপাড়ায় জাতির পিতার কবর ও বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে তার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন, বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল, আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী, স্বেচ্ছায় রক্তদান, সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বিকাল সাড়ে ৩টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে কৃষক লীগের রক্তদান কর্মসূচি, ‘কৃষকের কণ্ঠ’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। শিল্পকলা একাডেমিতে যুবলীগের আয়োজনে ‘বাঙালির হৃদয়ের ফ্রেমে জাতির পিতা’ গ্রন্থের সংবাদচিত্র প্রদর্শনী করে। এটি চলবে সারা আগস্ট মাস। বঙ্গবন্ধু পরিষদ ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘১৫ আগস্টের প্রতিবিপ্লব ও পরবর্তী বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা করেছে। আওয়ামী লীগ ও এর সহযোগী-ভ্রাতৃপ্রতীম সংগঠনগুলোর কর্মসূচির সূচনা ঘটেছে আগস্টের প্রথম প্রহরেই। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ ধানমন্ডি ৩২ নম্বর সড়ক ধরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর অভিমুখে আলোর মিছিল করেছে। যুবলীগ ধানমন্ডির বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে মোমবাতি প্রজ্বলন ও জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে। স্বেচ্ছাসেবক লীগ বঙ্গবন্ধু ভবন অভিমুখে আলোর মিছিল, শপথ গ্রহণ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছে।
