শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আমির মজিদ এবং অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মঈন-এর সার্বিক তত্ত্বাবধানে নায়েব সুবেদার মো. ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ১২ কোটি টাকা মূল্যের ২ পাউন্ড কোবরা সাপের বিষসহ সোহেল (৪০) নামে এক পাচারকারীকে আটক করেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার নীলমনিগঞ্জ বাজার পিটিআই মোড় এলাকা থেকে পাচারকারীসহ এই বিষ আটক করা হয়।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আমির মজিদ মঙ্গলবার বেলা ৪টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১১টার দিকে সদর উপজেলার নীলমনিগঞ্জ বাজার পিটিআই মোড় এলাকায় ৬ বিজিবির নায়েব সুবেদার মো. ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। পরে পিটিআই মোড় সংলগ্ন চাল মিলের অফিস হতে ২ (দুই) পাউন্ড কোবরা সাপের বিষসহ চুয়াডাঙ্গার সদর উপজেলার বোয়ালমারী গ্রামের মৃত হারুনের ছেলে মো. সোহেলকে আটক করা হয়। তিনি আরও জানান, আটককৃত কোবরা সাপের বিষের আনুমানিক মূল্য ১২ কোটি টাকা। সম্পাদনা : পরাগ মাঝি