তারিকুল ইসলাম শিবলী, কুমিল্লা : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতা খুনের ঘটনায় দায়ের করা মামলার তদন্তভার গ্রহণ করেছে ডিবি। গতকাল মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন কুমিল্লা ডিবি পুলিশের ওসি একেএম মঞ্জুরুল আলম। গত সোমবার এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা সাদেক হোসেন মজুমদার বাদী হয়ে অজ্ঞাত পরিচয় দেড়শ জনের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ আরও জানায়, ঘটনার দিন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ৩টি হল তল্লাশিকালে দুজন বহিরাগতসহ ১২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য কুমিল্লা ডিবি কার্যালয়ে নেওয়া হয়। রাতভর জিজ্ঞাসাবাদ শেষে গতকাল সকালে দুই বহিরাগতসহ ৬ জনকে ছেড়ে দেওয়া হয়। বাকি ছয়জনকে এখনো জিজ্ঞাসাবাদ করছে ডিবি পুলিশ।
শিক্ষার্থীরা হল ত্যাগ করলেও বিশ্ববিদ্যালয়ের হলগুলোর সামনের পুলিশ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রয়েছে। সম্পাদনা : পরাগ মাঝি