ডেস্ক রিপোর্ট : রাজনৈতিক জীবনে দীর্ঘ চড়াই-উৎরাই পেরিয়ে সায়াহ্নে এসে নিজেকে ‘গাধা’র সঙ্গে তুলনা করেছেন আব্দুল কাদের সিদ্দিকী। কৃষক শ্রমিক জনতা লীগের এই সভাপতি মঙ্গলবার এক সভায় বলেছেন, ‘সবাই আমাকে অপদার্থ বলত, লম্বা গাধা বলত। সারা জীবন গাধাই থেকে গেলাম। মানুষ তো হতে পারলাম না।’
জঙ্গি হামলার পর বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে জাতীয় প্রেসক্লাবে এ মতবিনিময় সভা ডাকেন কাদের সিদ্দিকী, যাতে আওয়ামী লীগ-বিএনপিসহ প্রায় সব দলকেই আমন্ত্রণ জানানো হয়েছিল।
এ সভায় জাসদকে আমন্ত্রণ না জানানোর কথা বলার একপর্যায়ে এক সময়ের আওয়ামী লীগ নেতা কাদের সিদ্দিকী বলেন, ‘তারাই এখন ক্ষমতার কাছাকাছি রয়েছে।
‘রাজনীতিবিদ না হলে আমি যদি গায়ক হতাম, নায়ক হতাম, তাহলেও আপার (শেখ হাসিনা) মন্ত্রিসভায় ঠাঁই পেতাম। মহানগর নাট্যমঞ্চে জিয়ার নামে গান গাওয়া মমতাজ এখন আওয়ামী লীগে আর বঙ্গবন্ধুর মাজারে গিয়ে গান গেয়ে বুক ভাসানো মনির খান এখন জাসাসে।’ সম্পাদনা : রিমন মাহফুজ