মুমিন : নিরাপত্তা নিশ্চিত করতে বিদেশে কর্মরত নিজেদের সাহায্যকর্মীদের বুলেটপ্রুফ গাড়ি ও অন্যান্য সরঞ্জাম দেবে জাপান সরকার। এছাড়া এসব জাপানি কর্মকর্তা-কর্মচারীর নিরাপত্তা শক্তিশালী করতে বিদেশি সরকারগুলোর কাছে আহ্বান জানানোর পরিকল্পনা নিয়েছে তারা।
জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে সংশ্লিষ্ট দেশের পুলিশ ও সেনাবাহিনী ব্যবহার করে নিরাপত্তা বৃদ্ধির আহ্বান জানাবে।
বাংলাদেশে হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় জাপানের সাত নাগরিক নিহত হন। তারা জাইকার একটি প্রকল্পে যুক্ত ছিলেন। এরই পরিপ্রেক্ষিতে জাপান সরকার ওই পদক্ষেপ নিচ্ছে।
জাপান টুডে এ খবর দিয়ে লিখেছে, ঢাকায় সন্ত্রাসী হামলায় ৭ জাপানি নিহত হওয়ায় বিদেশে কর্মরত জাপানের সহায়তাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বুলেটপ্রুফ গাড়ি ও প্রয়োজনীয় অন্যান্য সরঞ্জাম দেওয়ার পরিকল্পনা করছে। সম্পাদনা : রাশিদ রিয়াজ