আন্তর্জাতিক ডেস্ক : নেপালে টানা বর্ষণে সৃষ্ট বন্যায় ও ভূমিধসে গত এক সপ্তাহে ১০২ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া বাসস্থান হারিয়ে অসহায় জীবনযাপন করছে দেশটির ৪৩টি জেলার ২৭৭টি পরিবার। বাংলানিউজ
মঙ্গলবার (০২ আগস্ট) দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভীম রাওয়ালের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। সম্প্রতি দেশটির পার্লামেন্টে ভীম রাওয়াল জানান, গত এক সপ্তাহের বন্যা ও ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন ২২ এবং আহত হয়ে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৫৮ জন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে পাইথান, গুলমি, পাল্পা, বাগলুং, মাকাওয়ানপুর, রুপান্দেহি, কাঠমা-ু আরঘাখানছি, দোলাখা এবং সারলাই জেলা। ভীম রাওয়াল জানান, আক্রান্ত এলাকাগুলোতে ত্রাণ পৌঁছে দেওয়ার পাশাপাশি ও উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে দেশটির সেনাবাহিনীর সদস্যরা। সম্পাদনা : ইমরুল শাহেদ