• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

প্রথম পাতা

বিরোধী দলে আছি বলেই সরকার এত আগ্রাসী : মওদুদ

প্রকাশের সময় : August 3, 2016, 12:25 am

আপডেট সময় : August 3, 2016 at 12:25 am

1470111200এস এম নূর মোহাম্মদ : মওদুদ আহমদ বলেছেন, আমি যদি বিরোধী দলে না থাকতাম, তাহলে সরকার এত আগ্রাসী হতো না। রাজনীতি করি বলেই অ্যাটর্নি জেনারেল অস্ট্রিয়া গেছেন মামলার তথ্য সংগ্রহ করতে। তারা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছেন। এখন আমরা রায়ের অপেক্ষায় রয়েছি। রায় পেলে রিভিউ করা হবে। গুলশানের বাড়ি নিয়ে আপিল বিভাগের রায়ের পর নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে গতকাল এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য  ব্যারিস্টার মওদুদ আহমদ।

তিনি বলেন, এমনিতেই বিরোধী দলের ওপর অত্যাচার নির্যাতন চলছে। মামলা মোকদ্দমা করা হচ্ছে। আমার এই বাড়ি সংক্রান্ত মামলাটিতে বিচারিক আদালতে রায়ের সাত বছর পর সরকার আপিল করে। সাধারণত এত বিলম্বে কখনো আপিল হয় না। সুপ্রিম কোর্ট সাধারণত এত বিলম্ব মার্জনাও করেন না। আমি মনে করি রাজনৈতিক প্রতিহিংসার আশ্রয় নিয়ে সরকার সাত বছর পর আপিল করেছে।

ব্যারিস্টার মওদুদ বলেন, এটি ক্রয় করা বাড়ি। সরকারের বাড়ি নয়। ১৯৮০ সালে এক বিদেশি নাগরিকের  কাছ থেকে দলিল করে বাড়িটি ক্রয় করা হয়েছে। ১৯৮১ সাল থেকে বাড়িতে আছি। ওই বাড়ির ওপর সরকারের কোনো অধিকার নেই।  সম্পাদনা: এএইচসি

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)