এস এম নূর মোহাম্মদ : মওদুদ আহমদ বলেছেন, আমি যদি বিরোধী দলে না থাকতাম, তাহলে সরকার এত আগ্রাসী হতো না। রাজনীতি করি বলেই অ্যাটর্নি জেনারেল অস্ট্রিয়া গেছেন মামলার তথ্য সংগ্রহ করতে। তারা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছেন। এখন আমরা রায়ের অপেক্ষায় রয়েছি। রায় পেলে রিভিউ করা হবে। গুলশানের বাড়ি নিয়ে আপিল বিভাগের রায়ের পর নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে গতকাল এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
তিনি বলেন, এমনিতেই বিরোধী দলের ওপর অত্যাচার নির্যাতন চলছে। মামলা মোকদ্দমা করা হচ্ছে। আমার এই বাড়ি সংক্রান্ত মামলাটিতে বিচারিক আদালতে রায়ের সাত বছর পর সরকার আপিল করে। সাধারণত এত বিলম্বে কখনো আপিল হয় না। সুপ্রিম কোর্ট সাধারণত এত বিলম্ব মার্জনাও করেন না। আমি মনে করি রাজনৈতিক প্রতিহিংসার আশ্রয় নিয়ে সরকার সাত বছর পর আপিল করেছে।
ব্যারিস্টার মওদুদ বলেন, এটি ক্রয় করা বাড়ি। সরকারের বাড়ি নয়। ১৯৮০ সালে এক বিদেশি নাগরিকের কাছ থেকে দলিল করে বাড়িটি ক্রয় করা হয়েছে। ১৯৮১ সাল থেকে বাড়িতে আছি। ওই বাড়ির ওপর সরকারের কোনো অধিকার নেই। সম্পাদনা: এএইচসি