কিরণ সেখ : জঙ্গিহামলাসহ সাম্প্রতিককালে দেশে ঘটে যাওয়া সমস্ত ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন গণস্বাস্থ্য বোর্ডের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, আমরা সব ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দেখতে চাই। জনগণ জানতে চায়, দুর্নীতিবাজ বনানী থানার ওসি সালাউদ্দীন গুলশানে কেন? সেখানেও কি তিনি মিষ্টির গন্ধ পেয়েছিলেন। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত ‘দেশের বিরাজমান পরিস্থিতির প্রেক্ষাপট’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এ দাবি জানান।
র্যাবের মহাপরিচালককে উদ্দেশ্য করে তিনি বলেন, গুলশানে জঙ্গি অভিযানে ব্যর্থ হলেন। কল্যাণপুরে জঙ্গিদের জীবিত ধরতে না পারাতে জনগণের মনে সন্দেহ সৃষ্টি করেছেন। তাই আপনার (বেনজির আহম্মেদ) পদত্যাগ এখন সময়ের দাবি। সরকার জামায়াতকে রাজনৈতিক কার্ড হিসেবে ব্যবহার করছে মন্তব্য করে তিনি বলেন, সরকার জামায়াতকে নিষিদ্ধ করলেই পারে। কিন্তু সরকার কেন জামায়াতকে নিষিদ্ধ করছে না। তাই দেশের এই দুর্যোগ মূহুর্তে আমাদের ভেবে দেখতে হবে জঙ্গিবাদকেও সরকার রাজনৈতিক কার্ড হিসেবে ব্যবহার করছে কি না? তিনি বলেন, জঙ্গিবাদের মতো ভারতীয় প্রশাসন আমাদের সীমান্তে প্রতি সপ্তাহে রাষ্ট্রীয় সন্ত্রাস চালাচ্ছে। ভারত আমাদের দেশের মাটিকে কেড়ে নেওয়ার চেষ্টা অব্যাহত রেখেছে। গুম, খুন, গুপ্তহত্যা ও ক্রসফায়ার বন্ধ না হলে জঙ্গি দমন সম্ভব নয় বলেও মন্তব্য করেন জাফরুল্লাহ চৌধুরী।
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর সভাপতিত্বে সভায় সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. আসিফ নজরুল, জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণি প্রমুখ বক্তব্য রাখেন। সম্পাদনা : পরাগ মাঝি