বিপ্লব বিশ্বাস : মিরপুরের কল্যাণপুরে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে নিহত ৯ জঙ্গির মধ্যে একজন লিবিয়াতে ছিল। তার নাম আবু নাঈম হাকিম। তবে সেখানে সে কোনো আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছিল কিনা তা জানা যায়নি। অপর আটজনেরও বিদেশে কোনো জঙ্গি সংযোগ ছিল কি না, তা খুঁজে দেখা হচ্ছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘কল্যাণপুরে নিহত ৯ জঙ্গির একজন নাঈম। তার বাড়ি টাঙ্গাইলে। ২০০৯ সালে সে লিবিয়াতে ছিল। তার আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সঙ্গে কোনো সম্পর্ক ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, নাঈমের বাড়ি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল গ্রামে। ২০১১ সালে সে লিবিয়া থেকে দেশে ফেরত এসে টাঙ্গাইলে একটি মাদ্রাসা চালু করে। কিন্তু সেখানে তার সন্দেহভাজন শিক্ষা ব্যবস্থা দেখে স্থানীয়রা তাকে এলাকা থেকে বিতাড়িত করে। এরপর ২০১৩ সালে সে বাড়ি থেকে চলে যায়। পটুয়াখালীর কলাপাড়াতে সে আত্মগোপনে থেকেই জঙ্গি কার্যক্রম চালিয়েছে।
মনিরুল ইসলাম বলেন, নাঈম লিবিয়াতে কোনো জঙ্গি সংগঠনের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পটুয়াখালীতে সে কি কাজ করত, কাদের সঙ্গে তার সম্পর্ক ছিল, সেখানে বসে কোথায় কোথায় বৈঠক করত, এসব বিষয়েও খোঁজখবর নেওয়া হচ্ছে। সম্পাদনা : পরাগ মাঝি