আশরাফ চৌধুরী রাজু, সিলেট : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ‘জঙ্গি সন্দেহে’ দ্বিতীয়বারের মত আরেক শিক্ষার্থীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আটককৃত ওই শিক্ষার্থীর নাম ইফাত আহমেদ চৌধুরী নাহিদ। সে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।
গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-সি এর সামনে থেকে তাকে আটক করে সিলেট মহানগর জালালাবাদ থানার পুলিশ। আটক হওয়া ওই শিক্ষার্থী সিলেটের মিরাবাজারের উদ্দীপন-৫৭ নম্বর বাসায় থাকতেন। তার বাবার নাম খালেদ আহমদ চৌধুরী এনাম।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. রাশেদ তালুকদার এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নাহিদ এর আগে আটক আব্দুল আজিজের বন্ধু। দুজনই একই বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।
জালালাবাদ থানার ওসি আক্তার হোসেন জানান, জালালাবাদ থানার পুলিশ তাকে জঙ্গি সন্দেহে আটক করেছে। পরে তাকে ঢাকা থেকে আগত গোয়েন্দা পুলিশের বিশেষ ইউনিট এর কাছে তুলে দেয়া হয়েছে। এর আগে গত ১৯ জুন জঙ্গি সন্দেহে আব্দুল আজিজকে ক্যাম্পাস থেকে আটক করা হয়। আটক আব্দুল আজিজ আনসারুল্লাহ বাংলা টিমের বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়কের কাজ করতেন বলে ডিএমপি উপকমিশনার মাসুদুর রহমান সংবাদ মাধ্যমকে অবহিত করেন। এর ১৩ দিন পর বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের একই বর্ষের আরেক শিক্ষার্থীকে আটক করে পুলিশ। সম্পাদন : পরাগ মাঝি