রিও অলিম্পিকের মশাল বহন করবেন নোবেল বিজয়ী ড. ইউনূস। এরকম একটি খবরের প্রতিক্রিয়া জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সিনিয়র সাংবাদিক গোলাম মোর্তোজা। স্ট্যাটাসটি আমাদের অর্থনীতির পাঠকদের জন্যে তুলে ধরা হলো :
রিও ২০১৬ অলিম্পিকে মশাল হাতে দেখা যাবে ড.মুহাম্মদ ইউনূসকে। ড.ইউনূস এবং বাংলাদেশের জন্যে এটা কত বড় সম্মানজনক ঘটনা, তা আমরা বুঝতে পারছি কিনা নিশ্চিত নই।
না, এতে অবাক বা বিস্মিত হচ্ছি না।
অবাক এবং বিস্মিত হচ্ছি, এখনও কেন দু’টি প্রশ্ন করছি না, সেটা ভেবে!
১. জঙ্গি সংকট এবং বন্যার এই সময়ে ড. ইউনূস কেন যাচ্ছেন রিও ‘তে ? শুধু মশালই নয়, সেখানে কেন তাকে সারা পৃথিবীর গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের সামনে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হবে?
২. তিনি কেন, আমি কেন নই?