এল আর বাদল : টেস্ট স্ট্যাটাস পাওয়ার ১৬ বছর পর বাংলাদেশ প্রথমবারের মতো ভারতের মাটিতে বিরাট কোহলিদের বিরুদ্ধে আগামী বছর (২০১৭) টেস্ট ক্রিকেট খেলতে যাচ্ছে। বহুল আলোচিত একমাত্র টেস্টের এই সূচি ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৮ ফেব্রুয়ারি ম্যাচটি অনুষ্ঠিত হবে। ২০০০ সালে লাল-সবুজের বাংলাদেশ টেস্ট মর্যাদা লাভ করেছিল।
গতকাল বুধবার ভারতীয় ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে এক বিবৃতিতে সিরিজের তারিখ ঘোষণা করে। চলতি বছরেই ভারতের বিরুদ্ধে এই টেস্ট হওয়ার কথা ছিল। কিন্তু ভারতের অনাগ্রহে সেটা পিছিয়ে আগামী বছর নিতে রাজি হয় বিসিবি। ক্রিকেট ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি অনুরাগ ঠাকুর বিবৃতিতে বলেন, শীর্ষস্থানীয় টেস্ট খেলুড়ে দেশ হিসেবে বিসিসিআইয়ের উচিত সব দেশকে সুযোগ দেওয়া। বাংলাদেশের বিরুদ্ধে ঐতহাসিক এই টেস্টের ঘোষণা দিতে পেরে আমি আনন্দিত।
বাংলাদেশ ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর দেশের মাটিতেই ঐতিহাসিক প্রথম টেস্ট খেলে ভারতের বিপক্ষে। এরপর টেস্ট খেলুড়ে সব দেশে টাইহগাররা খেলতে গেলেও শুধু ভারত এতদিন আমন্ত্রণ জানায়নি। সম্পাদনা : পরাগ মাঝি