মামুন খান : দুর্নীতির মামলায় বাংলাদেশ রেলওয়ের সাবেক ভারপ্রাপ্ত মহাপরিচালক ইউসুফ আলী মৃধাকে পাঁচ বছরের কারাদ-ের রায় দিয়েছেন আদালত।
বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক আমিনুল ইসলাম এই আদেশ দেন। মামলায় দুটি ধারায় ইউসুফ আলীকে কারাদ- দিয়েছেন আদালত।
অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে তাকে তিন বছরের কারাদ- এবং ১৫ লাখ টাকা অর্থদ-, অনাদায়ে আরও এক বছরের কারাভোগ। অপরদিকে সম্পদের তথ্য গোপন করার অভিযোগে দুই বছরের কারাদ- প্রদান করেন আদালত।
রায় ঘোষণার আগে ইউসুফ আলী মৃধাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
মামলার এজাহার থেকে জানা যায়, ইউসুফ আলী মৃধা দুদকের কাছে দাখিল করা সম্পদের বিবরণীতে ১৭ লাখ ৩৪ হাজার ৯১০ টাকা তথ্য গোপন করেন এবং ৪০ লাখ ৯ হাজার ৯১০ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেন।
ওই ঘটনায় ২০১২ সালের ১৪ আগস্ট দুদকের উপসহকারী পরিচালক রেজাউল হাসান তরফদার তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলাটি তদন্ত করে ২০১২ সালের ২৬ নভেম্বর তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে দুদক। মামলাটির বিচারকাজ চলাকালে বিভিন্ন সময়ে ১৩ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন আদালত।
সম্পাদনা: এএইচসি