সুজন কৈরী : এসপি বাবুল আক্তারের কাজে যোগদান নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে বিভিন্ন অনলাইন পত্রিকায় বাবুল আক্তার কাজে যোগদান করেছেন বলে সংবাদ প্রচারিত হয়। এছাড়া তার পরিবারের পক্ষ থেকেও কাজে যোগদান করার বিষয়ে জানানো হয়। তবে পুলিশ সদর দফতরে দায়িত্বরত কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেননি।
পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, স্ত্রী খুন হওয়ার প্রায় দুই মাস পর গতকাল বুধবার দুপুর সোয়া ১টায় পুলিশ সদর দফতরে উপস্থিত হন এসপি বাবুল আক্তার। সেখানে প্রথমে তিনি একজন ডিআইজির কক্ষে যান। এরপর আরও কয়েকজন পুলিশ কর্মকর্তার কক্ষে যান। এরপর তিনি ২টা ১০মিনিটের দিকে বের হয়ে যান।
পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) জালাল উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, এসপি বাবুল আক্তার কাজে যোগদানের বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।
এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, এসপি বাবুল আক্তার যে আজ পুলিশ সদর দফতরে গিয়েছিলেন এটা আমার নলেজে আছে। তিনি যোগদান করেছেন কিনা জানি না, তবে তার যোগদানে তো কোনো সমস্যা দেখছি না।
গত ৫ জুন সকালে স্ত্রী মাহমুদা আক্তার খুন হওয়ার পর থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন বাবুল আক্তার। স্ত্রী খুনের ঘটনায় গত ২৪ জুন জিজ্ঞাসাবাদের জন্য বাবুল আক্তারকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়।
ঘটনার পর পুলিশ যদিও বিষয়টিকে স্বাভাবিক বলে আসছিল। কিন্তু তাকে জিজ্ঞাসাবাদের বিষয়টি এখনও অজানা রয়েছে। পুলিশ বলছে, মিতু হত্যাকা-ের তদন্তে সহযোগীতার জন্য বাবুলকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এরপর দীর্ঘ সময় ধরে বাবুল আক্তার কর্মস্থলে না ফেরায় বিষয়টি নিয়ে সবার মধ্যেই ব্যাপক আগ্রহ ছিল। বাবুল আক্তার ছুটিতে আছেন না কি চাকরি ছেড়ে দিয়েছেন- কারও কাছ থেকে এ প্রশ্নের সুস্পষ্ট কোনো বক্তব্য না পাওয়ায় মানুষের আগ্রহ আরও বেড়ে যায়। সম্পাদনা : পরাগ মাঝি