হাসান আরিফ : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সাংবাকিদের জানিয়েছেন- গুলশান, শোলাকিয়া ও কল্যাণপুরে সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেছেন তৈরি পোশাকের বিদেশি ক্রেতারা। এছাড়া বাংলাদেশের মানুষ নিজ নিজ অবস্থান থেকে যেভাবে সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে, তাতে বিদেশিরা খুশি।
তিনি আরও জানান, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত বলেছেন- বাংলাদেশে অবস্থানরত বিদেশিদের নিরাপত্তায় সরকারের গৃহীত পদক্ষেপ সন্তোষজনক।
গতকাল সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত মিসেস লিয়োনি কোয়েলিনেয়ারের সঙ্গে মতবিনিময় করে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, ব্রাসেলস-এ নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাদাত হোসেন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) জহির উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, নেদারল্যান্ডস বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু এবং বড় ব্যবসাসায়িক অংশীদার। বাংলাদেশ এখন প্রায় এক বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করছে নেদারল্যান্ডসে এবং দিন দিন এই রপ্তানি বাড়ছে। এছাড়া বাংলাদেশের তৈরি পোশাক খাতকে আরও আধুনিক ও টেকসই করে গড়ে তোলার জন্য সহযোগিতার প্রস্তাব দিয়েছে নেদারল্যান্ডস। এজন্য আগামী সেপ্টেম্বর মাসে ঢাকায় ‘সাসট্যাইন্যাবল সোর্সিং ইন দি গার্মেন্ট সেক্টর’ শিরোনামে একটি সেমিনারের আয়োজন করবে।
বাণিজ্যমন্ত্রী বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য কিছু রাজনৈতিক দলের নেতার মন্তব্য দুঃখজনক। তারা একদিকে জঙ্গিদের সমর্থন করছেন, অপরদিকে জাতীয় ঐক্যের কথা বলছেন। সন্ত্রাসীদের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান কঠোর। দেশের মানুষ সন্ত্রাসের বিরুদ্ধে এখন অনেক বেশি সচেতন। বাবা-মারা এখন সন্তানদের বিষয়ে বেশি সচেতন। সকল ধর্মীয় উপাসনালয়ে অপপ্রচারের বিরুদ্ধে সচেতন করা হচ্ছে। দেশের সর্বস্তরের মানুষ সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। পৃথিবীর মধ্যে বাংলাদেশ একটি নিরাপদ ও শান্তিপূর্ণ দেশ হিসাবে প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশে যাতে আর কোনো সন্ত্রাসী কার্যকলাপ না ঘটে, সেজন্য সরকার দেশবাসীকে সঙ্গে নিয়ে কঠোর অবস্থান গ্রহণ করেছে।
নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, বিদেশিদের নিরাপত্তার জন্য বাংলাদেশ সরকারের গৃহীত ব্যবস্থা প্রশংসনীয়। বাংলাদেশকে একটি নিরাপদ রাষ্ট্র দেখতে চায় নেদারল্যান্ডস। বাংলাদেশে বাণিজ্য বাড়াতে আগ্রহী নেদারল্যান্ডস। এজন্য অল্প সময়ের মধ্যে নেদারল্যান্ডসের ফরেন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট কো-অপারেশনমন্ত্রী বাংলাদেশ সফরে আসবেন।
তোফায়েল আহমেদ বলেন, সরকার বাণিজ্য ও উন্নয়ন কর্মকা-ে নিয়োজিত বিদেশিসহ সংশ্লিষ্ট সবাইকে সর্বাধিক গুরুত্ব দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। বিদেশিদের বাংলাদেশে অবস্থান এবং স্বাভাবিক কাজে কোনো সমস্যা নেই। আশা করা হচ্ছে বাংলাদেশে এমন ঘটনা আর ঘটবে না।
সম্পাদনা: এএইচসি