মমিনুল ইসলাম : পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বুধবার রুদ্ধদ্বার অধিবেশনে তর্ক-বিতর্কে লিপ্ত হন দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের স্বরাষ্ট্রমন্ত্রীরা। তাদের আলোচনার এজেন্ডায় ছিল সন্ত্রাসবাদ, মাদকদ্রব্য ও মানবপাচার প্রতিরোধসহ আঞ্চলিক বিভিন্ন ইস্যু। এছাড়া আঞ্চলিক উত্তেজনা কমিয়ে এনে নতুন অগ্রগতি দেখানোর প্রচেষ্টা চলছে সার্কের শীর্ষ এ সম্মেলনে।
এজেন্ডায় ভিসা সংস্কারের মধ্যে রয়েছে সার্ক দেশগুলোর মধ্যে ভিসা প্রক্রিয়ায় কেন্দ্রীভূত পদ্ধতির প্রবর্তন ও বাধাহীন দ্রুত ভিসা ইস্যু করা । একইসাথে তিন শ্রেণির মানুষ তথা সরকারি কর্মকর্তা, শিল্পী ও ব্যবসায়ীদের জন্য ভিসা অব্যাহতি দেওয়া নিয়ে আলোচনা করা হয়।
পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ডন জানিয়েছে, ইসলামাবাদে অনুষ্ঠিত সার্ক স্বরাষ্ট্রমন্ত্রীদের এ সম্মেলনে মঙ্গলবারের অধিবেশনে ভিসা ও অভিবাসন নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভিসা প্রক্রিয়া সংস্কার করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
বুধবারের রুদ্ধদ্বার অধিবেশনে বাংলাদেশ ছাড়া বাকি সাত সদস্য দেশের স্বরাষ্ট্রমন্ত্রীরা অংশ নেন। স্থানীয় একটি পাঁচ তারকা হোটেলে শুরু হয়েছে এ সম্মেলন। সন্ত্রাসবাদ দমন এবং মাদকদ্রব্য ও মানবপাচার দমনের কলাকৌশল নিয়ে এতে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সার্ক সম্মেলনের উদ্বোধন করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। আলোচিত বিষয়সমূহের খসড়ার উপর আজ ভোটাভুটি হবে।
দুদিনের সার্ক সম্মেলনে লক্ষণীয়ভাবে অনুপস্থিত ছিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ধারণা করা হয়, গত বছর একে অপরের কূটনীতিক বহিষ্কারের পর এখনো দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হয়নি। বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করছেন স্বরাষ্ট্র সচিব।
এদিকে কাশ্মীর ইস্যু নিয়ে উত্তপ্ত পরিস্থিতিতে গুজব ছিল ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত হবেন না। তবে তিনি ইতোমধ্যে সার্ক বৈঠকে যোগ দিয়ে তা নিশ্চিত করেছেন। ভারতের বিজেপি সরকার স্রেফ জানিয়ে দিয়েছে, সম্মেলনের ফাঁকে পাকিস্তানের সঙ্গে ভারতের এককভাবে কোনো আলোচনা হবে না। সম্পাদনা : রাশিদ রিয়াজ