![](https://amaderorthoneeti.com/new/wp-content/themes/amader-orthoneeti/img/sky.jpg)
হজ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুসলিমদের জীবন যাপন কঠিন করে তুলছে জঙ্গিরা
দীপক চৌধুরী : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিপথগামী তরুণরা ইসলামের নামে ঠা-া মাথায় খুন করে পৃথিবীতে বাস করাই কঠিন করে তুলছে। নিরীহ মানুষকে হত্যা করে জঙ্গিরা ইসলাম ধর্মকে বিশ্বের কাছে হেয় করে তুলছে।
তিনি বলেন, দু:খ লাগে, কষ্ট লাগে যখন দেখি কিছু বিপথগামী তরুণ ঠা-া মাথায় নিরীহ মানুষ হত্যা করে। যারা নিরীহ মানুষ হত্যা করছে তারা অন্যের কাছে ইসলাম সম্পর্কে ভীতি সৃষ্টি করছে। রাজধানীর আশকোনায় বুধবার আনুষ্ঠানিকভাবে হজ ক্যাম্প ২০১৬ উদ্বোধন অনুষ্ঠানে এসব মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, পবিত্র ধর্ম। কিন্তু কোনো কোনো মহল ইসলামকে ব্যবহার করে জঙ্গিবাদ, সন্ত্রাস ও ধ্বংসাত্মক কার্যকলাপ করার চেষ্টা চালায়। এর মাধ্যমে তারা ইসলামকে কলুষিত করতে চায়। কিন্তু আমরা চাই না ইসলামকে ব্যবহার করে কেউ এর বদনাম করুক। জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ইসলাম ধর্মকে একবারে তৃণমূল পর্যায়ে প্রচারের জন্য ইসলামিক ফাউন্ডেশন ও মাদ্রাসা বোর্ড প্রতিষ্ঠা করেন এবং জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের জন্য জমি দিয়ে যান। বিশ্ব ইজতেমার জায়গা, কাকরাইল মসজিদের জন্যও জায়গা দিয়ে যান এবং রেডিও-টিভিতে সম্প্রচার শুরুর আগে কুরআন তিলাওয়াতের ব্যবস্থা করেন।
জঙ্গিবাদী সন্ত্রাস সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, বাবা-মা, অভিভাবক, শিক্ষক থেকে শুরু করে সকলকে যার যার কর্মস্থলে সজাগ থাকার আমি আহবান জানাচ্ছি। যেন আর কেউ এ বিপথে যেতে না পারে। বাংলাদেশ একটা শান্তিপূর্ণ দেশ। এখানে জঙ্গি-সন্ত্রাসের কোন ঠাঁই হবে না। আর ইসলাম ধর্মও সে অনুমতি দেয় না। প্রধানমন্ত্রী বলেন, সারাদেশের ইউনিয়ন পর্যায়ের ডিজিটাল সেন্টার ৫৭২৫টি ইউনিয়ন তথ্যকেন্দ্র থেকে হজযাত্রীদের জন্য বছরব্যাপী হজ রেজিস্ট্রেশনের ব্যবস্থা করেছি। যেন হজের সময় খুব বেশি চাপ না পড়ে এবং এই রেজিস্ট্রেশনের মাধ্যমে হাজীদের নিরাপত্তার বিষয়টি আমরা কঠোর নজরদারিতে রেখেছি।
প্রধানমন্ত্রী বলেন, যেন হজ বা ওমরার নাম করে সৌদি আরবে গিয়ে কেউ থেকে না যায়Ñ সৗদি সরকারের সবসময়কার এ আপত্তির প্রেক্ষিতে আমরা সেদিকে সতর্ক দৃষ্টি রেখেছি।
জেদ্দায় হাজিদের অসুবিধা নিরসনে সরকারের উদ্যোগ সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, আগে জেদ্দায় টার্মিলালে গিয়ে অনেককে বসে থাকতে হতো। যে কারণে আমরা নিজস্ব উদ্যোগে সেখানে একটি পাজা ভাড়া নিয়েছি। যেখানে হাজীদের মালপত্র আনা-নেওয়া, তথ্য প্রযুক্তিসহ সব রকমের সুবিধা প্রদানের পাশাপাশি চিকিৎসাসেবা প্রদানেরও সুযোগ থাকবে।
ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন এমপি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় এমপি অ্যাডভোকেট সাহারা খাতুন এবং বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত আব্দুলাহ এইচএম আল মুতাইয়িরি। ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল জলিল অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন।
ধর্ম মন্ত্রণালয় সূত্র মতে, এ বছর প্রায় ১,০১,৭৫৮ জন হজযাত্রী বাংলাদেশ থেকে পবিত্র হজে অংশগ্রহণ করবেন। এর মধ্যে ৫২০০ জন হজযাত্রী সরকারি ব্যবস্থাপনায় এবং ৯৬,৫৫৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ আদায় করবেন।
![](https://amaderorthoneeti.com/new/wp-content/themes/amader-orthoneeti/img/sky.jpg)