নাম পরিবর্তনের জন্য শাস্তি পেতে হবে : শিক্ষা বোর্ড চেয়ারম্যান অননুমোদিত স্কুলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ‘সাউথশোর’ নামে আসছে পিস স্কুল!
দেলওয়ার হোসাইন : লালমাটিয়া পিস ইন্টারন্যাশনাল স্কুল এখন থেকে সাউথশোর স্কুল নামে পরিচালনা করা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। এ বিষয়ে গতকাল বুধবার তারা দুইবার খুদে বার্তার(এসএমএস) মাধ্যমে অভিভাবকদের এ তথ্য জানিয়েছেন। এছাড়া গত জুলাই মাসে রাজশাহী নগরীর ‘পীস স্কুল এন্ড কলেজের’ নামফলক বদলে ‘লিজেন্ড একাডেমী’ করা হয়েছে। তবে শিক্ষার্থীদের পরিচয়পত্রসহ অন্যান্য ক্ষেত্রে আগের নামই রয়েছে।
এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. মাহবুবুর রহমান আমাদের অর্থনীতিকে বলেন, লালমাটিয়া পিস ইন্টারন্যাশনাল স্কুল বন্ধের পর নাম পরিবর্তনের কোনো সুযোগ নেই। তারা ওই নামের এক অক্ষরও পরিবর্তন করতে পারবেন না। এটি একটি প্রতারণা। এই প্রতারণার জন্য তাদের আরো শাস্তি পেতে হবে।
মাহবুবুর রহমান বলেন, নাম পরিবর্তন করতে চাইলে আমাদের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করতে হয়। অনুমোদনের সব শর্ত পূরণ করতে পারলে মন্ত্রণালয় অনুমোদন দিতে পারে। তবে ছাত্রছাত্রীদের বিষয়ে আমরা মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেব।
স্কুল কর্তৃপক্ষের পাঠানো প্রথম খুদে বার্তায় লেখা হয়েছে, অনিবার্য কারণবশত আমাদের স্কুলটি বন্ধ রাখতে হচ্ছে। আগামী বুধ ও বৃহস্পতিবার স্কুলটি বন্ধ রাখা হচ্ছে। ইনশাআাল্লাহ আগামী রোববার (৭ আগস্ট) থেকে স্কুলটি নতুনভাবে চালু হবে। অন্য এক বার্তায় জানানো হয়েছে, আমরা আপনাদেরকে জানাতে পেরে আনন্দিত যে, পিস ইন্টারন্যাশনাল স্কুলটির নাম পরিবর্তন করে সাউথশোর নাম দেওয়া হয়েছে। স্কুলটির বই, ডায়েরিতেও ধীরে ধীরে নাম পরিবর্তন করা হবে।
স্কুল বন্ধ করা প্রসঙ্গে অভিভাবকরা বলেন, হুট করেই স্কুলটি বন্ধ করে তাদের সন্তানদের বিপদে ফেলা হয়েছে। শিক্ষার্থীদের কথা চিন্তা করে বন্ধ করা উচিত ছিল।
স্কুলের নাম পরিবর্তন বিষয়ে প্রিন্সিপাল আব্দুল্লাহ জামানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়। বুধবার সকালে লালমাটিয়ার বি ব্লকের ৫/৭ নম্বর বাড়িটিতে সরেজমিনে গিয়ে দেখা গেছে, স্কুলের সামনে থাকা সব সাইনবোর্ড খুলে ফেলা হয়েছে। এমনকি যে বাড়িতে স্কুলটি ছিল ওই বাড়ির ন্যামপ্লেটও খুলে ফেলা হয়েছে। স্কুলটির প্রধান দুটি ফটকও বন্ধ।
গত মঙ্গলবার অননুমোদিত পিস স্কুলগুলো অবিলম্বে বন্ধ করার নির্দেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়। পাশাপাশি ঢাকার লালমাটিয়ায় অবস্থিত পিস ইন্টারন্যাশনাল স্কুলের পাঠদানের অনুমতি বাতিল করতে ঢাকা শিক্ষা বোর্ডকে নির্দেশ দেয়।
শিক্ষা মন্ত্রণালয়ের পরিসংখ্যানে সারাদেশে ২৭টি পিস স্কুল আছে। গণমাধ্যমের তথ্য অনুযায়ী ৫০ এর বেশি স্কুল রয়েছে। এতে অননুমোদিতভাবে চলছে অনেক স্কুল। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেন, রাজধানীতে কয়েকটি পিস স্কুল আছে যেগুলোর সঙ্গে ঢাকা শিক্ষা বোর্ডের কোনো সম্পৃক্ততা নেই। ওই স্কুলগুলোর বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা নেবে। তবে প্রাথমিক শিক্ষা পর্যন্ত তাহলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কাছে অনুমোদন নিতে পারে। ঢাকা শিক্ষা বোর্ড রাজধানীতে তিনটি পিস স্কুল ও কলেজের রেজিস্ট্রেশন দিয়েছে। লালমাটিয়া পিস ইন্টারন্যাশনাল স্কুল, বাড্ডা পিস স্কুল অ্যান্ড কলেজ ও উত্তরা পিস স্কুল অ্যান্ড কলেজ। এতে লালমাটিয়া স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। বাড্ডা ও উত্তরা স্কুল অ্যান্ড কলেজের বিষয়ে আগমী রোববারের মধ্যে ১১টা পয়েন্ট সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। সে বিষয়ে তারা আমাদের জানাবেন এবং কাগজপত্র দেবেন। এরপর আমরা এই কাগজপত্র শিক্ষা মন্ত্রণালয়কে দেব। রোববারের মধ্যে না দিলে বন্ধের নির্দেশনা দেওয়া হবে। লালমাটিয়া পিস স্কুলের বিষয়ে মন্ত্রণালয় ভেতরে ভেতরে তদন্ত করেছে। এরপর আমাদের বন্ধ করার নির্দেশ দিয়েছে। কলেজগুলোতেও এমন হতে পারে।
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সারাদেশের পিস স্কুলগুলোর বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে বন্ধের নির্দেশ দেওয়া হবে।
এ সম্পর্কে জানতে চাইলে উত্তরা পিস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. আবদুর রহিম বলেন, আমি এখনও এ বিষয়ে জানি না। জেনে বলতে পারব।