নাশরাত আর্শিয়ানা চৌধুরী : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ ফ্লাইট শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার। প্রথম ফ্লাইটে ঢাকা থেকে ৪০১ জন যাত্রী নিরাপদে সৌদি আরব গেছেন।
হজ যাত্রীদের নিয়ে সকাল ৮টা ১০ মিনিটে বিমানের প্রথম ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যায়। প্র্রধান অতিথি হিসাবে আনুষ্ঠানিকভাবে ফ্লাইটের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, বিশেষ অতিথি ছিলেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।
মেনন বলেন, সুষ্ঠু ও সুন্দরভাবে হজ সম্পাদনের জন্য ধর্ম মন্ত্রণালয় ও বিমান মন্ত্রণালয় প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে। হজের নিয়মাবলী ও আনুষঙ্গিক বিষয়ে এবার সিভিল এভিয়েশন একটি ভিডিও চিত্র নির্মাণ করেছে। এটি বিমানবন্দর, হজ ক্যাম্প, বিভিন্ন টিভি চ্যানেল এবং বিমানে প্রদর্শিত হচ্ছে। কোনো ধরণের অনিয়ম যাতে না হয় সেজন্য দুই মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে একটি মনিটরিং টিম কাজ করছে। তিনি এ বিমানের ফ্লাইট সিডিউলে এ বছর কোনো সমস্যা হবে না বলে আশ্বাস দেন।
চলতি বছর এক লাখ এক হাজার ৭৫৮ জন হজ যাত্রী ৫ সেপ্টেম্বর পর্যন্ত বিমানের ১৪৪টি ফ্লাইট এবং সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সের ১০৭টি ফ্লাইটে হজ পালনে যাবেন। ফিরতি ফ্লাইট ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১৮ অক্টোবর পর্যন্ত চলবে।
বিমান এবং সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সে জনপ্রতি অনূর্ধ ৪৬ কেজি (২টি লাগেজে) মালামাল বহন করতে পারবেন। মক্কার মিসফালাহ ও আজিজিয়ায় এবং মদিনায় বিমান সিটি চেক-ইন করবে।
হজ ফ্লাইটের উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয় সম্পকির্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব এসএম গোলাম ফারুক, ধর্মসচিব আবদুল জলিল, বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) ইনামুল বারি, বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেক হোসেন প্রমুখ। সম্পাদনা : সুমন ইসলাম