এস এম নূর মোহাম্মদ : নারায়ণগঞ্জের স্কুলশিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার ঘটনায় স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমানের কোনো সম্পৃক্ততা পায়নি পুলিশ। এ সংক্রান্ত সাধারণ ডায়েরির ভিত্তিতে তদন্ত করে নারায়ণগঞ্জের পুলিশ সুপার আদালতে প্রতিবেদন দাখিল করেছে। সেই প্রতিবেদনে এমনটিই উল্লেখ রয়েছে বলে গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
জানতে চাইলে তিনি বলেন, ৩ আগস্ট পুলিশের প্রতিবেদনটি নারায়ণগঞ্জের ম্যাজিস্ট্রেট আদালতে জমা দেওয়ার পর তা নথিভুক্ত হয়েছে। আগামী রোববার অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এই প্রতিবেদন আসবে। এরপর সেটি হাইকোর্টে উপস্থাপন করা হবে। সম্পাদনা : রিমন মাহফুজ