শাহানুজ্জামান টিটু : বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার সংখ্যা এক লাখের বেশি ছাড়িয়ে গেছে বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিরোধী দলের রাজনীতি অকার্যকর ও নির্মূল করতে ভোটারবিহীন সরকার মামলাকে প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দলের শীর্ষ নেতাদের কারও বিরুদ্ধে মনে হয় ২৫টির কম মামলা নেই। সরকার মিথ্যা মামলাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে বিরোধী দলকে অকার্যকর করার চেষ্টা করছে। তিনি বলেন, সরকার গণতন্ত্র ধ্বংসের লক্ষ্য স্থির করেছে। তারা বিরোধী দলকে পুরোপুরি নিস্তব্ধ করে দিতে চায়। এর প্রধান কারণ সরকার জনবিচ্ছিন্ন হয়ে গেছে। জনগণের প্রতি তাদের কোনো আস্থা নেই।
মির্জা ফখরুল বলেন, বিএনপিকে নির্মূল করতেই দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
তিনি বলেন, রিজভী আমাদের দলের মুখপাত্রের দায়িত্ব পালন করছেন, তাকে এখন কিভাবে অন্তরীণ করা যায় সেটাই এই সরকারের কৌশল। ভিন্ন মোড়কে একদলীয় শাসন বাস্তবায়ন করাই সরকারের মূল লক্ষ্য। আমরা এখন কর্তৃত্বপরায়ণ সরকারের অধীনে আছি। এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক।
রিজভীর অবস্থান জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, এই মুহূর্তে গ্রেফতার এড়িয়ে চলছেন। তিনি বলেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। তারা এখন জনগণ থেকে বিচ্ছিন্ন। এজন্য অগণতান্ত্রিক ও অরাজনৈতিক কাজে জড়িয়ে পড়ছে।
সম্পাদনা : এএইচসি