আমির পারভেজ : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটনকে জঙ্গি গোষ্ঠী ‘ইসলামিক স্টেট’ সংক্ষেপে আইএস’এর প্রতিষ্ঠাতা হিসেবে উল্লেখ করেছেন। মাত্র কদিন আগেই তিনি তার এই প্রতিদ্বন্দ্বীকে ডেভিল বা ‘শয়তান’ বলে সমালোচিত হয়েছিলেন।
গত বুধবার ফ্লোরিডায় এক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখার সময় ট্রাম্প বলেন, ‘আইএসের প্রতিষ্ঠাতা হিসেবে তার (হিলারি) পুরস্কার পাওয়া উচিত।’
এ সম্পর্কে যুক্তরাষ্ট্রে বিভিন্ন সন্ত্রাসী হামলার দৃষ্টান্ত তুলে ধরে ট্রাম্প বলেন, ‘আপনারা, অরল্যান্ডো, সান বার্নার্ডিনো ও বিশ্ব বাণিজ্য কেন্দ্রে (ওয়ার্ল্ড ট্রেড সেন্টার) হামলার ঘটনাগুলো স্মরণ করুন। বিশ্বের সর্বত্র একই ধরনের হামলা চলছে এবং এইসব হামলা চালাচ্ছে আইএস।’ এসময় তিনি বলেন, হিলারি ক্লিনটনের কাছে পরাজিত হওয়াটা তার জন্য লজ্জাজনক হবে। ইনডিপেনডেন্ট
এছাড়া তিনি আরো বলেন, তার দল যে কোনো সময়ের চাইতে বেশি ঐক্য রয়েছে। তার ভাষায়, ‘এর আগে আমরা এত বেশি ঐক্যবদ্ধ হইনি। এখানে জমায়েত হওয়ার জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাই। এটি একটি বিশেষ ঘটনা।’
বুধবারের প্রচারণায় ট্রাম্প আরো দাবি করেন, ৯/১১ হামলার সময় তিনি যদিও মার্কিন প্রেসিডেন্ট থাকতেন তবে বিশ্ব বাণিজ্য কেন্দ্রে ওই হামলা ঠেকাতেন। তার ভাষায়, ‘যেসব সন্ত্রাসী তখন বিশ্ব বাণিজ্য কেন্দ্রে হামলা চালিয়েছিল তারা ট্রাম্প নীতির কাছে ধরাশায়ী হত এবং টুইন টাওয়ার কখনই ভেঙে পরত না।’ সম্পাদনা : রাশিদ রিয়াজ