আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটনের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। সর্বশেষ ৩ আগস্ট বুধবার ফক্স নিউজ পরিচালিত এক জরিপে দেখা যাচ্ছে, ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ১০ শতাংশ ভোটে এগিয়ে রয়েছেন। জরিপে হিলারি পেয়েছেন ৪৯ শতাংশ, অন্যদিকে ট্রাম্প পেয়েছেন ৩৯ শতাংশ ভোট। জরিপে দেখা যায়, ইরাক যুদ্ধে মার্কিন নাগরিক মুসলিম সৈনিকের আত্মত্যাগকে নিয়ে বিতর্ক তোলা, রাশিয়া ও ইউক্রেন প্রসঙ্গে বিতর্কিত অবস্থান প্রভৃতি নিয়ে মার্কিন ভোটাররা ট্রাম্পের ওপর বিরক্ত। অন্যদিকে হিলারি ক্রমেই ভোটারদের আস্থা অর্জন করতে সক্ষম হচ্ছেন।
অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের সহযোগী ও তার সমর্থকদের মধ্যে ক্রমশ হতাশা বাড়ছে। বিভিন্ন দিক থেকে তিনি বিতর্ক সৃষ্টি করায় তাদের এমন অবস্থা হয়েছে। অনলাইন সিএনএনে এসব কথা লিখেছেন সাংবাদিক ডানা ব্যাশ, জিম অ্যাকস্টা ও থিওডোর শ্লিফার। এতে তারা লিখেছেন, যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তার প্রচারণা ঘনিষ্ঠ সূত্রগুলো বলেছেন, তিনি ধারাবাহিকভাবে বেশ কিছু ভুল পদক্ষেপ নিয়েছেন। তা তার পিছু ছাড়ছে না। বিশেষ করে ইরাক যুুদ্ধে নিহত মার্কিন মুসলিম সেনা ক্যাপ্টেন হুমায়ুন খানের পিতামাতাকে নিয়ে তিনি যেসব মন্তব্য করেছেন তা নিয়েই গত বেশ কয়েকদিন আলোচনা চলছে। এর বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে রিপাবলিকান প্রচার শিবির ও ডোনাল্ড ট্রাম্পকে। রিপাবলিকান দলের সূত্র সিএনএনকে বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা বিষয়ক ম্যানেজার পল মানাফোর্ট সহ প্রচারণার সঙ্গে যুক্ত অনেকেই মনে করছেন যে, তারা এসব করে অযথাই সময় নষ্ট করছেন। গোপনে ট্রাম্পের প্রচারণা শিবিরের দু’টি ঘনিষ্ঠ সূত্র বলেছেন, তারা আশা করেন ক্যাপ্টেন হুমায়ুন খানের ‘গোল্ড স্টার’ পরিবার নিয়ে যে মন্তব্য করেছেন ট্রাম্প তার জন্য তার ক্ষমা চাওয়া উচিত, যদিও খিজির খান ডেমোক্রেটিক দলের সম্মেলনে ট্রাম্পকে আক্রমণ করে বক্তব্য রেখেছেন। এসব সূত্রের একজন ডোনাল্ড ট্রাম্পের হয়ে বলেছেন, নিহত সব সেনা সদস্যের পরিবারের কাছে তার ক্ষমা চাওয়া উচিত। ট্রাম্প শিবিরের ভিতরের দু’জন ঘনিষ্ঠ ব্যক্তি বলেছেন, সাম্প্রতিক সময়ে এ নিয়ে ট্রাম্পের সঙ্গে বেশ কয়েকবার কথা বলেছেন রিপাবলিকান জাতীয় কমিটির চেয়ারম্যান রেইনস প্রিবাস। সেখানে প্রিবাস দলের সিনিয়র নেতা ও ডোনারদের হতাশার বার্তা পৌঁছে দিয়েছেন ট্রাম্পের কাছে। সম্পাদনা : ইমরুল শাহেদ