দীপক চৌধুরী : ‘উদ্বেগ সৃষ্টি করার জন্যই তো এরকম ঘটনা। এর জন্যই গুলশানে হলিআর্টিজান বেকারি ও শোলাকিয়ায় ঈদের জামাতে জঙ্গিসন্ত্রাসী হামলা চালিয়ে নৃশংসভাবে মানুষ হত্যা করা হয়েছিল’Ñ বলে মনে করেন প্রবীণ রাজনীতিবিদ ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বাংলাদেশের নিরাপত্তা নিয়ে বিদেশি কূটনীতিবিদদের উদ্বেগ প্রকাশ সংক্রান্ত এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তিনি এমন মন্তব্য করেন।