দীপক চৌধুরী : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০০৭ সালে তাকে যখন জেলে নিয়ে যাওয়া হয়, তখন তিনি সেখানে বসেও ভবিষ্যতে দেশের উন্নয়নে কখন কি করা যেতে পারে এ বিষয়টি ভেবেছেন। ছোট ছোট কাগজে তার ভাবনাগুলো লিখে রেখেছেন। কিভাবে দেশকে একটি কাঙ্খিত লক্ষ্যে নিয়ে যাওয়া সম্ভব তা নিয়ে ভেবেছেন। আর পরবর্তীতে সেগুলোর ভিত্তিতেই তৈরি হয় রূপকল্প ২০২১। গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।