প্রিয়াংকা আচার্য্য : নেপালে ‘প্রচ-’ হিসাবে পরিচিত মাওবাদী নেতা পুষ্প কমল দহল প্রধানমন্ত্রী হিসাবে বুধবার আইনপ্রণেতাদের দ্বারা নির্বাচিত হওয়ায় গতকাল বৃহস্পতিবার প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভা-ারির কাছ থেকে শপথ গ্রহণ করেছেন।
রাষ্ট্রপতি ভবনে দেশটির ৩৯তম প্রধানমন্ত্রী হিসাবে এ শপথ গ্রহণ করেন ৬১ বছর বয়সী প্রচ-। তিনি ৬ সদস্যবিশিষ্ট মন্ত্রিসভা গঠন করেন যার মধ্যে দুজন উপ-প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে প্রেসিডেন্টের কাছ থেকে উপ-প্রধানমন্ত্রী হিসাবে মাওবাদী নেতা কৃষ্ণ বাহাদুর মাহারা, অর্থমন্ত্রী হিসাবে দলজিৎ শ্রীপালি এবং যুব ও ক্রীড়ামন্ত্রী একই সঙ্গে কৃষিমন্ত্রী হিসাবে গৌরী শংকর চৌধুরী শপথ গ্রহণ করেছেন।
নেপালের ভাইস প্রেসিডেন্ট নন্দ কিশোর পুন, প্রধান বিচারপতি সুশীলা কারকি, প্রাক্তন প্রধানমন্ত্রীগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাগণ এবং নেপালে নিযুক্ত বিদেশি কূটনীতিকগণ এ শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পুরো মন্ত্রিসভা সাজাতে আরও এক সপ্তাহ লাগবে বলে জানা গেছে।
এ নিয়ে দ্বিতীয়বারের মতো তিনি প্রধানমন্ত্রী হিসাবে নেপালের দায়িত্ব নিলেন। এর আগে ২০০৮ সালে মাওবাদীরা নির্বাচনে জয়লাভ করলে ‘কমিউনিস্ট পার্টি অব নেপাল’র প্রধান প্রচ- নেপালের প্রধানমন্ত্রী হন। কিন্তু তার সরকার মাত্র নয় মাস ক্ষমতাসীন ছিল। সূত্র : দ্য ই-িয়ান এক্সপ্রেস, জিনিউজ