এল আর বাদল : আজ শুক্রবার বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টা ৫০ মিনিটে শুরু হবে রিও অলিম্পিকের জমকালে উদ্বোধন। উদ্বোধনের পরই শুরু হবে বাংলাদেশের প্রতিযোগিতা। দেশের সাতজন প্রতিযোগী রিও অলিম্পিকে অংশ নিয়েছেন।
এদিন আরচার শ্যামলী রায় শুরু করবেন বাংলাদেশের অলিম্পিক মিশন। রিওডি জেনিরোতে বাংলাদেশ সময় রাত দশটায় আরচারি গ্রাউন্ডে নামবেন এই আরচার। শ্যামলীর পরই শুটার আবদুল্লাহ হেল বাকীর পালা। ১০ মিটার এয়ার রাইফেলে প্রতিদ্বন্দ্বিতা করবেন দেশসেরা এই শুটার। বাংলাদেশ সময় রাত ১১টায়। আরচারি ও শুটিংয়ের পর গলফ। ১১ আগস্ট নামবেন গলফার সিদ্দিকুর রহমান। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে সিদ্দিকুরের পরীক্ষা। বাংলাদেশের দুই সাঁতারুর মধ্যে প্রথমে পুলে নামবেন মাহফিজুর সাগর। বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে সাগরের প্রতিযোগিতা। পরের দিন একই সময়ে পুলে নামবেন অন্য সাঁতারু সোনিয়া আক্তার। দুজনই ৫০ মিটার ফ্রি স্টাইলে সাঁতরাবেন। ২০১২ লন্ডন অলিম্পিকেও অংশ নিয়েছিলেন সাগর। সেবার ৫০ মিটার ফ্রি স্টাইলে তার টাইমিং ছিল ২৪.৬৪ সেকেন্ড। সোনিয়া এবারই প্রথম অলিম্পিকে অংশ নেবেন।
সব শেষে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে লড়াই। ১২ ও ১৩ তারিখে যথাক্রমে ট্র্যাকে নামবেন শিরিন আক্তার ও মেজবাহ আহমেদ। ১০০ মিটার স্প্রিন্টের হিটে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা দু’জন। ১২ আগস্ট বাংলাদেশ সময় রাত ১টা ৫৫ মিনিটে ট্র্যাক অ্যান্ড ফিল্ডের লড়াইয়ে নামবেন দেশের দ্রুততম মানবী শিরিন। পরের দিনই বাংলাদেশ সময়ে রাত সাড়ে ১১টায় নামবেন দেশের দ্রুততম মানব মেজবাহ। এবার অলিম্পিকে সোনা জিততে পারলে অ্যাথলেটদের এক কোটি টাকা, রুপা জয়ীদের ৫০ লাখ টাকা ও ব্রোঞ্জ জয়ীদের ২৫ লাখ টাকা করে পুরস্কার দিবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। সম্পাদনা : রিমন মাহফুজ