মেহেদী মাসুদ : এবারও বাংলাদেশ থেকে কয়েকটি ডিসিপ্লিনে ৭ জন খেলোয়াড় রিওর টিকিট পেয়েছেন। এর মধ্যে তারকা গলফার সিদ্দিকুর সরাসরি যোগ্যতা অর্জন করেছেন। তিনি বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে প্রথম খেলোয়াড়, যিনি সরাসরি অলিম্পিক গেমস আসরে খেলবেন। বাকি ৬ জন ওয়াইল্ড কার্ডের মাধ্যমে রিও অলিম্পিকে খেলার সুযোগ পাচ্ছেন। ২৪ সদস্যের বাংলাদেশ ড্রিমটিমের সেফ দ্য মিশন হিসেবে রিও যাচ্ছেন বাংলাদেশ ফেন্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি লে. জেনারেল আবু তৈয়ব মোহাম্মদ জহিরুল আলম (অব.)। ৭ সদস্যের বাংলাদেশ টিমে রয়েছেন গলফার সিদ্দিকুর, সাঁতারে ৫০ মিটার ফ্রি স্টাইলে এ মো. মাহফিজুর রহমান সাগর এবং ৫০ মিটার ফ্রি স্টাইলে সোনিয়া আক্তার, আরচ্যারিতে ব্যক্তিগত রিকার্ভে শ্যামলী রায়, শ্যুটিং ১০ মিটার ইয়ার রাইফেল ইভেন্টে কমনওয়েল্থ গেমসে রুপাজয়ী আব্দুল্লাহ হেল বাকি। আর রয়েছেন অ্যাথলেটিক্স থেকে ১০০ মিটার স্প্রিন্টে মেজবাহ উদ্দিন ও শিরিন আক্তার।
১৯৮৪ সালে লস এঞ্জেলেস অলিম্পিকে একজন ক্রীড়াবিদ অংশ নিয়েছিলেন। ১৯৮৮ সালে সিউল এবং ১৯৯২ সালে স্পেনের বার্সেলোনা অলিম্পিকে ৬ জন করে অংশ নেন। ১৯৯৬ সালে যুক্তরাস্ট্রের আটলান্টায় অনুষ্ঠিত ২৬তম অলিম্পিকে ৪ জন, ২০০০ সালের সিডনি অলিম্পিকে ৫ জন , ২০০৪ সালের এথেন্স অলিম্পিকে ৪ জন, ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে ৫ জন এবং সর্বশেষ ২০১২ সালের লন্ডন অলিম্পিকে ৫ জন ক্রীড়াবিদ অংশ নিয়েছিলেন। সম্পাদনা : এম আলম