মামুন খান : মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদ-ে দ-িত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় ফাঁসের মামলাটি রায়ের জন্য আগামী ১৪ অগাস্ট ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক কেএম শামসুল আলম আসামীদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য ওই দিন ঠিক করেন। মামলার বিচারকাজ চলাকালে চার্জশিটভুক্ত ২৫ জন সাক্ষির মধ্যে ২১ জনের সাক্ষ্যগ্রহণ করেছেন ট্রাইব্যুনাল।
মামলাটিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী নজরুল ইসলাম শামীম জানান, রায় ঘোষণার দিন ধার্যের পর ট্রাইব্যুনাল জামিনে থাকা আসামী ব্যারিস্টার একেএম ফখরুল ইসলাম, ফারুক আহমেদ, মাহবুবুল আহসান ও নয়ন আলীর জামিন বাতিল করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
অন্যদিকে সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রীর বয়স বিবেচনায় তার জামিন বহাল রাখা হয়। এছাড়া সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী বৃহস্পতিবার আদালতে আসার সময় ডিবি কর্তৃক আটক হয়েছেন বলে আইনজীবী দাবি করায় তার জামিন বহাল রাখা হয়। তবে রায় ঘোষণার দিন তাকে আদালতে হাজির করতে আইনজীবীকে নির্দেশ দেওয়া হয়েছে। অপর আসামী মেহেদী হাসান পলাতক রয়েছেন।
মামলাটিতে গত ১৫ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। সম্পাদনা : এম আলম