রিও অলিম্পিকের পর্দা উঠছে আজ গ্রেটেস্ট শো অন আর্থ
মেহেদী মাসুদ : ফুটবলের যাদুকর পেলের দেশ ব্রাজিলের রিওতে আজ শুক্রবার শুরু হচ্ছে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ অলিম্পিক গেমস ‘রিও ২০১৬’। বাংলাদেশ সময় ৬ আগস্ট ভোর সাড়ে তিনটায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। এটি আধুনিক গ্রীষ্মকালীন অলিম্পিকের ৩১তম আসর। ১৮৯৬ সালে এথেন্স থেকে এর যাত্রা শুরু হয়েছিল। কোনো প্রকার বিরতি ছাড়াই বৃহৎ এই ক্রীড়া আসর চলবে আগামী ২১ আগস্ট পর্যন্ত। তবে চিরাচরিত নিয়মানুযায়ী ফুটবল ডিসিপ্লিনের খেলা শুরু হয়েছে ৩ আগস্ট। গতকাল বৃহস্পতিবার অলিম্পিক মশালের সর্বশেষ পার্টটি বহন করেন নোবেল জয়ী অর্থনীতিবীদ ড. মুহম্মদ ইউনূস। তবে আজ গেমসের মশাল প্রজ্জ্বলন করার সম্ভাব্য তালিকায় রয়েছেন বিশ্ব ফুটবলের রাজা ব্রাজিলিয়ান পেলে।
খ্রিস্টপূর্ব অষ্টম শতাব্দিতে প্রাচীন গ্রীসের অলিম্পিয়া থেকে শুরু হওয়া প্রাচীন অলিম্পিক গেমস থেকেই মূলত আধুনিক অলিম্পিক গেমসের ধারণা জন্মে। ১৮৯৪ সালে ব্যারন পিয়ের দ্য কুবেরত্যাঁ সর্বপ্রথম আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) গঠন করেন। এই আইওসিই বর্তমানে অলিম্পিক গেমস সংক্রান্ত সকল কার্যকলাপ নিয়ন্ত্রণ করে থাকে।
অলিম্পিক আন্দোলন থেকেই বিংশ এবং একবিংশ শতাব্দিতে অলিম্পিক গেমসে অনেক ধরনের পরিবর্তন এসেছে। এই পরিবর্তনগুলোর অন্যতম হলো শীতকালীন অলিম্পিকের প্রচলন, প্রতিবন্ধীদের জন্য প্যারালিম্পিক এবং কিশোর ক্রীড়াবিদদের জন্য যুব অলিম্পিক গেমস। এসব পরিবর্তনকে সার্থক করার জন্য আইওসিকে অনেক ধরনের অর্থনৈতিক, রাজনৈতিক এবং কারিগরি দক্ষতা অর্জন করতে হয়েছে। ফলত, পিয়ের দ্য কুবেরত্যাঁর অপেশাদারি ধারণা থেকে সরে এসে পেশাদার ক্রীড়াবিদদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ তৈরি হয়। প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই প্রতিযোগিতা বন্ধ ছিল এবং স্নায়ুযুদ্ধের সময় এই প্রতিযোগিতা সীমিত পরিসরে অনুষ্ঠিত হয়।
অলিম্পিক গেমস ইন্টারন্যাশনাল স্পোর্টস ফেডারেশন, জাতীয় অলিম্পিক কমিটি এবং প্রত্যেক আসরের জন্য নির্দিষ্ট কমিটির সমন্বয়ে অনুষ্ঠিত হয়। প্রত্যেক আসরের জন্য আয়োজক দেশ নির্বাচনের ক্ষমতা আইওসি সংরক্ষণ করে। অলিম্পিক সনদ অনুযায়ী আয়োজক দেশ এই গেমস আয়োজনের খরচ বহন এবং তহবিল সংগ্রহ করে থাকে। তবে অলিম্পিক গেমসের ক্রীড়া অনুষ্ঠান সংক্রান্ত সব সিদ্ধান্ত আইওসি গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় আজ ব্রাজিলের বিখ্যাত স্টেডিয়াম মারাকানাতে পর্দা উঠছে রিও অলিম্পিকের। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সমন্বয় কমিশনের চেয়ারম্যান নাওয়াল এল মুতাওয়াকেল বলেন, ‘রিও ২০১৬ বিশ্ববাসীকে স্বাগত জানাতে প্রস্তুত’। আইওসি কমিশনের প্রধান হোস্ট শহর পরিদর্শন করার পর এক চূড়ান্ত বিবৃতিতে উল্লেখ করেছেন, রিও ২০১৬ বিশ্ববাসীকে অবাক করার মতো আয়োজন করেছে। ব্রাজিলের সরকার তার অত্যাশ্চর্য স্থানগুলোতে এ সমস্ত অবকাঠামো তৈরি করেছে, যা রিও উপলক্ষে আগত পর্যটকদের আকর্ষণ করতে সক্ষম হবে।
আইওসি কমিশনের প্রধান বলেন, ব্রাজিলিয়ানরা খুব উষ্ণ এবং অতিথিপরায়ণ মানুষ, তারা জানে, অতিথিদের কিভাবে স্বাগত জানাতে হবে। এছাড়া ব্রাজিলিয়ান কর্তৃপক্ষ ৮৫ হাজার নিরাপত্তাকর্মীকে তৈরি রেখেছে পর্যটক, অলিম্পিক ভিলেজ, ক্রীড়া স্থানগুলোসহ মূল অবকাঠামোগুলোতে কঠোর নিরাপত্তা প্রদানের জন্য।
রিও ২০১৬ প্রেসিডেন্ট কার্লোস আর্থার নুজম্যান বলেছেন, ‘আমরা স্পষ্টত খুব গর্বিত যে, আমরা বিশ্ববাসীকে স্বাগত জানাতে প্রস্তুত এবং আমরা রিওর রূপান্তরকেও তুলে ধরব এই গ্রেট গেমসের মাধ্যমে। ইতোমধ্যে তৈরি করা হয়েছে নতুন পরিবহন পরিকাঠামো, ক্রীড়া স্থানগুলোতে স্থানীয় সম্প্রদায়ের জন্য স্কুল বা ক্রীড়া সুবিধা, ৭০টি নতুন হোটেল, বর্জ্য ব্যবস্থাপনা উন্নতি করা হয়েছে। গেমসের কারণে কর্মসংস্থান ঘটেছে হাজার হাজার শ্রমিকের। রিও শহরে বিনিয়োগ এবং স্থানীয় ব্যবসাগুলোও বেশ চাঙ্গা হয়ে উঠবে, বলেন প্রেসিডেন্ট কার্লোস।