আজাদ হোসেন সুমন : একাত্তরের মানবতাবিরোধী অপরাধে ফাঁসি কার্যকর হওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ছেলে হুম্মাম কাদের চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা পুলিশের কাছ থেকে এ ব্যাপারে কোনো বক্তব্য পাওয়া না গেলেও পুলিশের অপর একটি সংস্থা নিশ্চিত করেছে। তার আইনজীবীও এ ব্যাপারে অভিযোগ করেছেন।
জানাগেছে, মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৩ সালের ১ অক্টোবর সালাউদ্দিন কাদেরকে মৃত্যুদ-াদেশ দেওয়া হয়। এই রায় ফাঁস করার মামলার শুনানিতে হাজিরা দিতে গতকাল বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে ব্যক্তিগত গাড়িতে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের সামনের রাস্তায় আসেন হুম্মাম। তখন তিন-চারজন লোক নিজেদের ডিবি পরিচয়ে হুম্মামকে বলেন, তাঁর বিরুদ্ধে অন্য মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এ সময় হুম্মাম তাদের কাছে পরোয়ানা দেখতে চান। এরপর তাকে একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়।
হুম্মামের আইনজীবী আমিনুল গণী টিটো হুম্মামকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি ঢাকার সাইবার ট্রাইব্যুনালে লিখিতভাবে জানিয়েছেন। পুলিশের নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, হুম্মাম কাদেরকে আটকের পর ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। সূত্রটি আরো জানায়, হুম্মামকে আটকের জন্য গোয়েন্দারা সাদা পোশাকে তৎপরতা চালাচ্ছিল। গতকালও তারা ধানমন্ডির বাসভবন ও আশপাশ এলাকায় গিয়ে হুম্মামের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়। ওই সময়ই তারা হুম্মামের নিম্ন আদালতে যাওয়ার বিষয়টি জানতে পারে। সম্পাদনা : রিমন মাহফুজ