খুলেছে জাহাজবাড়ি নিয়ন্ত্রণে পুলিশ খুলেছে স্কুল-দোকান
সুজন কৈরী : রাজধানীর কল্যাণপুরের জাহাজবাড়ি-খ্যাত তাজ মঞ্জিলের তালা খুলে দিয়েছে পুলিশ। এছাড়া বাড়িটির সামনের সড়কটিও খুলে দেওয়া হয়েছে। সড়কে নেই পুলিশি পাহারা। তবে বাড়িটির ভেতরে পাহারা দিচ্ছে পুলিশ। ভাড়াটিয়া ছাড়া অন্য কাউকেই ওই বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছে না। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে এমন চিত্র দেখা গেছে। এদিকে এখনো আতঙ্ক কাটেনি ‘জঙ্গি আস্তানা’ জাহাজবাড়ির ভাড়াটিয়াদের। ওই বাড়িতে থাকছেন না তারা। সেখান থেকে নিত্য প্রয়োজনীয় মালামাল নিয়ে অন্যত্র চলে যাচ্ছেন। পুলিশের অভিযানের প্রায় ৭ দিন পর গত সোমবার জাহাজবাড়ি খুলে দেয় পুলিশ। এরপর থেকেই ওই বাড়ির ভাড়াটিয়ারা বাসা ছাড়তে শুরু করেন। গতকালও এক ভাড়াটিয়া তার প্রয়োজনীয় আসবাবপত্র নিয়ে অন্যত্র চলে গেছেন।
শাহ আলম নামে স্থানীয় একটি ফার্নিচার কারখানার কর্মচারী শামসুল হক বলেন, ঘটনার পর থেকে এখানকার পরিবেশ থমথমে। অপরিচিত লোকজন যাতায়াত করছে। কে কী উদ্দেশ্যে আসছে- কিছুই বুঝতে পারছি না। ফলে এলাকার মানুষের মাঝে উদ্বেগ-উৎকণ্ঠা কাজ করছে।
পাশের ফ্ল্যাটের জনৈক গৃহবধূ জানান, ঘটনার পর থেকে এলাকাটি কেমন যেন হয়ে গেছে। বাচ্চারা বাসা থেকে বের হতে ভয় পাচ্ছে। অজানা আশঙ্কা কাজ করছে মনে। কী হল- আবার কী হয়, নানা প্রশ্ন ঘুরপাক খায় মাথায়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বাড়ির নিয়ন্ত্রণ পুলিশের হাতে। এ প্রতিবেদক ভেতরে ঢুকতে চাইলে বাধা দেন ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশ সদস্যরা। তারা জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিষেধ আছে। পরে কথা হলে তারা জানান, পুলিশের পক্ষ থেকে বাড়িটি খুলে দেওয়া হয়েছে। ভাড়াটিয়ারা ইচ্ছে করলেই থাকতে পারেন। কিন্তু তারা থাকছেন না। মালামাল নিয়ে অন্যত্র চলে যাচ্ছেন। মালামাল নেওয়ার আগে ভাড়াটিয়ার নাম-পরিচয়সহ বিস্তারিত তথ্য নিয়ে যাচাই-বাছাই করে অনুমতি দেওয়া হচ্ছে। তবে ভাড়াটিয়ারা কেন থাকছেন না এ বিষয়ে কোনো কথা বলেননি পুলিশ সদস্যরা। মিরপুর থানার ওসি ভুইয়া মাহবুব হাসান বলেন, পুলিশের পক্ষ থেকে ভাড়াটিয়াদের থাকার বিষয়ে কোনো বিধিনিষেধ নেই। ভাড়াটিয়াদের বাড়িতে থাকার বিষয়ে নিষেধ করা হয়নি। তবে তারা থাকছেন না। নিরাপত্তার কারণেই জাহাজবাড়ির ৫ম তলায় কাউকে যেতে দেওয়া হচ্ছে না।
এদিকে, জাহাজবাড়িসংলগ্ন শিশু কল্যাণ কেজি ইন্টারন্যাশনাল স্কুল, দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে। জাহাজবাড়িসংলগ্ন একটি স্কুলে গিয়ে দেখা গেছে, ছুটি শেষে ছাত্র-ছাত্রীদের কেউ কেউ খেলা করছে। আবার কেউ বাড়ি ফিরছে। স্কুলের এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, গত রোববার থেকে স্কুলটি খোলা হয়েছে। ছাত্র-ছাত্রীদের উপস্থিতিও স্বাভাবিক। এছাড়া জাহাজবাড়িসংলগ্ন নিউ শাহীন ট্রেডার্স নামক একটি ফোন ফ্যাক্স ও শামীম এন্টারপ্রাইজ নামক একটি চালের দোকান, ভাই ভাই নামক একটি টেইলার্স ও নিউ মর্ডান ফার্নিচারের দোকানসহ প্রায় প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান খোলা দেখা গেছে।
উল্লেখ্য, গত ২৬ জুলাই কল্যাণপুরের ৫ নম্বর সড়কের ওই বাসায় ‘অপারেশন স্টর্ম-২৬’ নামে পরিচালিত পুলিশের ঘণ্টাব্যাপী অভিযানে ৯ জঙ্গি নিহত হয়। গুলিবিদ্ধ অবস্থায় রাকিবুল হাসান ওরফে রিগ্যান নামে এক জঙ্গিকে গ্রেফতার করে পুলিশ। পালিয়ে যায় অপর জঙ্গি। পুলিশ বলছে, জাহাজবাড়ি নামে পরিচিত ৬ তলা ওই বাড়ির ৫ম তলার বাসাটি ‘জঙ্গি আস্তানা’ হিসেবে ব্যবহার হয়ে আসছিল। সম্পাদনা: এম আলম