আন্তর্জাতিক ডেস্ক : অসুস্থ সোনিয়া গান্ধী। পড়ে গিয়ে কাঁধেও ব্যথা পেয়েছিলেন তিনি বারাণসীতে। দিল্লির গঙ্গারাম হাসপাতালে কংগ্রেস সভানেত্রীর কাঁধের অস্ত্রোপচার করা হয়েছে। ভাল আছেন এখন সোনিয়া। দ্রুত সেরে উঠছেন তিনি। মুম্বাইয়ের বিখ্যাত অস্থিচিকিৎসক ড. সঞ্জয় দেশাই বুধবার রাতে তার অস্ত্রোপচার করেন। মঙ্গলবার প্রধানমন্ত্রীর কেন্দ্র বারাণসীতে রোড শো ছিল সোনিয়ার। সেখানেই তিনি অসুস্থ হয়ে পড়েন। মাথাঘোরা, জ্বর, উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দেয়। শরীর থেকে অনেক পানি বেরিয়ে যাওয়াতেই সমস্যা হয় বলে জানান চিকিৎসকরা। সেদিনই মধ্যরাতে বিশেষ বিমানে করে তাকে দিল্লি নিয়ে আসা হয়। মঙ্গলবার সেনা হাসপাতালে (আর অ্যান্ড আর) আইসিইউ-তে কাটান সোনিয়া। পরে তাকে ভর্তি করা হয় দিল্লির গঙ্গারাম হাসপাতালে। সেখানেই তার ব্যক্তিগত চিকিৎসক ড. অরূপ বসুর তত্ত্বাবধানে প্রাথমিক চিকিৎসা করা হয়। একসূত্রে জানা গিয়েছে, মাথা ঘুরে পড়ে গিয়েই তার কাঁধে চোট লাগে। আজকাল