আন্তর্জাতিক ডেস্ক : অলিম্পিক শুরু হতে বাকি আরও দুইদিন। তবে তার আগেই রীতিমতো ‘উৎসব’ শুরু হয়ে গেছে রিও ডি জেনিরো-তে। অলিম্পিক উপলক্ষে সাজ সাজ রব এখন রিও-র বিখ্যাত যৌনপল্লী ভিয়া মিমোসা-তে। রীতিমতো কর্পোরেট কায়দায় অতিথিদের জন্য বিশেষ ছাড় ঘোষণা করে দিয়েছেন যৌনকর্মীরা। যে পরিসেবার জন্য ঘণ্টায় ২৫ ডলার মূল্য দিতে হত, সেটাই এখন ১৮ ডলারে পাওয়া যাবে। ভিনদেশি অতিথিদের যাতে পরিসেবা নিতে গিয়ে ভাষাগত সমস্যায় না পড়তে হয়, তার জন্য ভিয়া মিমোসার যৌনকর্মী সংগঠন ভাড়া করেছে দু’হাজারেরও বেশি দোভাষীকে। অতিথিদের কোথায় নিয়ে গিয়ে কোন ‘প্যাকেজ’-এ পরিসেবা দেওয়া হবে, তার বর্ণনা দিয়ে এক একটি প্রোজেক্টও বানিয়ে ফেলেছেন তারা। নাম ‘আর্লি বার্ড স্কিম’। আজকাল