ডেস্ক রিপোর্ট : আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসাবে সবার আলোচনায় রয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন বিতর্কে এবং বক্তব্য দেওয়ার সময় তিনি দুই হাতের বেশ ভঙ্গী করেন। মার্চে ফ্লোরিডার সিনেটর সেন মার্কো রুবিও ট্রাম্পের হাতের আকার নিয়ে কৌতুক করেন। তিনি ট্রাম্পের হাত দুটোকে অপেক্ষাকৃত ছোট বলে মন্তব্য করেন। বিতর্কের মঞ্চে ট্রাম্প বলেন, এই হাতগুলোর দিকে তাকান, এগুলো কি ছোট আকারের হাত? আমি আপনারদের গ্যারান্টি দিচ্ছি কোনো সমস্যা নেই। আমি গ্যারান্টি দিচ্ছি। সূত্র: হাফিংটন পোস্ট
ট্রাম্পের হাতের দৈর্ঘ্য ৭.২৫ ইঞ্চি। এগুলো গড় মাপের চেয়ে একটু ছোট। নিউরোসায়েন্টিস্ট জাস্টিন জিগিনস জানান, আমেরিকানদের হাত আরেকটু বড় সাইজের। সম্পাদনা: এম আলম