দীপক চৌধুরী : প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজ ক্যাম্পে অবস্থানরত হাজিদের বিশ্রাম নেওয়ার সুবিধার্থে তার ব্যক্তিগত পক্ষ থেকে ৫০ সেট বালিশ, চাদর, তোশক ও বালিশের কাভার প্রদান করেছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গতকাল বিকাল পাঁচটায় প্রধানমন্ত্রীর সহকারী সামরিক সচিব লে. কর্নেল মোহাম্মদ সাইফ উল্লাহ এ সব দ্রব্যাদি হাজিদের উপস্থিতিতে আশকোনায় অবস্থিত হজ ক্যাম্পের পরিচালক আবু সালেহ মোস্তফা কামালের কাছে পৌঁছে দেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।