এস এম নূর মোহাম্মদ : চট্টগ্রামের চকবাজার এলাকার শতবর্ষী মুন্সী পুকুর সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিট আবেদনের শুনানি শেষে গতকাল বৃহস্পতিবার বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি কাশেফা হোসেনের বেঞ্চ এ নির্দেশ দেন।
একইসঙ্গে পুকুরটির ভেতরে কোনো অংশ ভরাট করলে বা কোনো স্থাপনা থাকলে তা উচ্ছেদ করারও নির্দেশ দিয়েছেন আদালত। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, চিটাগাং ডেভেলপমেন্ট অথরিটি এবং পরিবেশ অধিদফতরের পরিচালককে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
এর আগে বিষয়টি নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ হাইকোর্টে রিট দায়ের করে। গতকাল আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল ইসলাম। সম্পাদনা : সুমন ইসলাম