ফারুক আলম : আবাসিক এলাকায় অবৈধ বাণিজ্যিক প্রতিষ্ঠান উচ্ছেদে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) অভিযান পরিচালনা করেছে। এতে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার জাকির হোসেনের নেতৃত্বে উত্তরায় আবাসিক এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
রাজউকের আওতাধীন উত্তরা আবাসিক এলাকার যে সকল প্লট, ভবন ও ফ্ল্যাটে অবৈধভাবে গেস্ট হাউজ, রেস্টুরেন্ট, হোটেল, বারসহ বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হচ্ছে, তা বন্ধ করা হয়েছে। উত্তরার ৩নং সেক্টরের রবীন্দ্র স্মরণিতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
আবাসিক এলাকায় অবৈধভাবে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার দায়ে ৪টি দোকান ও ৪টি হোটেল বন্ধ করে দেওয়া হয়। এসময় একটি দোকান ও একটি হোটেলকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও কার-পার্কিংয়ের জায়গায় অবৈধ স্থাপনা থাকায় একটি ডায়াগনস্টিক সেন্টার ও একটি চক্ষু হাসপাতালকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। সম্পাদনা : এম আলম