সুজন কৈরী : রাজধানীর শুক্রাবাদের একটি ভবন থেকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থীসহ ১২ জনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টা থেকে ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে দুইজন শিক্ষক রয়েছেন বলে জানা গেছে।
পুলিশের তেজগাঁও জোনের ডিসি বিপ্লব কুমার সরকার বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসাবেই ওই ভবনটিতে অভিযান চালানো হয়েছে। চারতলাবিশিষ্ট ওই ভবনে জামিয়াতুস সালিহীন মাদ্রাসা ও মেস বাসা রয়েছে। ভবনটির দ্বিতীয় ও তৃতীয় তলার দুটি রুমে ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ভাড়া থাকতেন। মূলত ওই বাসায় অভিযান চালানো হয়েছে।
ডিসি আরও বলেন, অভিযানে সন্দেহভাজন হিসাবে বাসার শিক্ষার্থী ও মাদ্রাসার শিক্ষকসহ ১২ জনকে আটক করা হয়েছে। এছাড়া ওই বাসায় তাদের সঙ্গে থাকা কম্পিউটার ও ল্যাপটপ জব্দ করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সম্পাদনা: এম আলম