আজাদ হোসেন সুমন : নবগঠিত কেন্দ্রীয় কারাগারের দর্শনার্থী কক্ষের অস্বচ্ছ কাচ সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বন্দী ও সাক্ষাতপ্রার্থীদের অভিযোগের কারণে গত বৃহ্স্পতিবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। আজ বা কালকের মধ্যে দর্শনার্থ কক্ষের মাঝের অস্বচ্ছ কাচ সরিয়ে ফেলা হবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
কারাগারের গুরুত্বপর্র্ণ একটি উইং হচ্ছে দর্শনার্থী কক্ষ। এ কক্ষের মাধ্যমে বন্ধীর সঙ্গে তার আত্মীয়-স্বজন সাক্ষাত করে। প্রয়োজনীয় মামলা পরিচালনা তথা প্রয়োজনীয় তথ্য আদান-প্রদান ছাড়া বহু আবগঘন মিলনের সাক্ষী এই দর্শনার্থী কক্ষ। এ কক্ষই হচ্ছে হাজারো মানুষের কাছে আলোচিত বিষয়- কখনো নন্দিত কখনো নিন্দিত। কারণ সাক্ষাত প্রার্থীরা যেমন এই কক্ষের মাধ্যমে প্রিয়জনের সঙ্গে সাক্ষাত করেন তেমনি দুর্ভোগও পোহান। গরমে গাদাগাদি করে দেখা আর নগদ নারায়ণের ব্যাপার তো আছেই।
গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের সাক্ষাতকক্ষে দর্শনার্থীদের চিৎকার চেচামেচি করতে দেখা যায়। এখানে একসঙ্গে মাত্র ৩২ জন দর্শনার্থী বন্দীর সঙ্গে সাক্ষাত করতে পারে। বন্দীদের সঙ্গে ঠিকমতো কথা বলতে না পেরে স্বজনেরা রীতিমতো বেশ ক্ষুব্ধ। কারাবন্দী আফজালের স্ত্রী ফারহানা বলেন, ‘কাচের দেয়ালের কারণে স্বামীর কথা আমি শুনতে পাইনি। সেও আমার কথা শুনতে পাননি। কাচ না সরালে সাক্ষাতপ্রার্থীরা বন্দীদের সঙ্গে কথা বলতে পারবে না বলে জানান তিনি। তিনি আরো বলেন, আমরা দূর-দূরান্ত থেকে ছুটে আসি বন্দীর সঙ্গে একটু প্রাণখুলে কথা বলার জন্য। কথা বলতে পারলে শান্তি পাই স্বস্তি লাগে। আর কথা না বলতে পারলে রাজ্যের বেদনা এসে মনে ভর করে-কষ্ট লাগে।
ফারাহানার মতো অনেকেই তাদের স্বজনদের সঙ্গে কেরানীগঞ্জের কারাগারে দেখা করতে এসে একই সমস্যার মুখোমুখি হয়েছেন। তারা মনক্ষুন্ন হয়েছেন। হতাশা হয়ে কেউ কেউ কেঁদেছেন। ভুক্তভোগীরা কাচ সরানোর দাবিতে সাক্ষাতকক্ষের বাইরে ক্ষুব্ধ দর্শনার্থীরা সেøাগান দিয়েছেন।
এক প্রশ্নের জবাবে জেলার নেসার আলম দৈনিক আমাদের অর্থনীতিকে বলেন, ভোগান্তির বিষয়টি আমরা অবগত হয়েছি। বিষয়টি আইজি প্রিজন মহোদয়ের নলেজে যাওয়ার পরই উনি এটি সরাতে প্রকৌশলীকে নির্দেশ দিয়েছেন। তিনি আরো বলেন, শনিবার বড়জোর রোববারের মধ্যে এ সমস্যার সমাধান হয়ে যাবে। সাক্ষাতপ্রার্থীরা ভোগান্তি থেকে মুক্তি পাবে।
এ বিষয়ে কারা প্রকৌশলীর মোবাইলফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
সম্পাদনা: এএইচসি