• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

প্রথম পাতা

তুরস্কে বিজ্ঞান গবেষণা পরিষদের ১৬৭ জনকে বহিষ্কার

প্রকাশের সময় : August 6, 2016, 12:00 am

আপডেট সময় : August 5, 2016 at 11:33 pm

প্রিয়াংকা আচার্য্য : তুরস্ক বিজ্ঞান গবেষণা পরিষদে কর্মরত ১৬৭ জনকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির শিল্পমন্ত্রী ফারুক অজলু। স্থানীয় বেসরকারি চ্যানেল এনটিভির এক প্রতিবেদনের বরাত দিয়ে শুক্রবার এ তথ্য জানানো হয়। সূত্র : রয়টার্স
গতমাসে ব্যর্থ সেনা অভ্যুত্থানের জন্য এ পর্যন্ত দেশটিতে ৬০ হাজারের বেশি ব্যক্তিকে আটক, বরখাস্ত বা চাকরিচ্যুত করা হয়েছে। এদের মধ্যে সামরিক-বেসামরিক কর্মকর্তা, বিচারক ও শিক্ষকরাও রয়েছেন।
এর আগে গত বুধবার কাক্যাইল প্রদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত ‘সায়েন্টিফিক অ্যান্ড রিসার্চ কাউন্সিল অব তুর্কি’র (তুবিতাক) অফিসে পুলিশ অভিযান চালায় এবং কর্মরত ব্যক্তিদের গ্রেফতার করে বলে জানানো হয়েছিল।
উল্লেখ্য, এই পরিষদ বিজ্ঞান গবেষণা প্রকল্পের জন্য বিশ্ববিদ্যালয় ও বেসরকারি খাতে দেড় হাজারের অধিক গবেষককে তহবিল দেয় বলে এর ওয়েবসাইট থেকে জানা গেছে।
গত ১৫ জুলাই রাতে তুরস্কের সেনাবাহিনীর একটি অংশ সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানের চেষ্টা করে। কিন্তু এরদোগানের আহ্বানে সরকার সমর্থকরা রাস্তায় নেমে ওই অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ করে দেয়। এ ঘটনায় ২৩০ জন নিহত এবং হাজারো মানুষ আহত হয়।

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)